মঙ্গলবার, এপ্রিল ৮, ২০২৫

অবসরে যাওয়া বাহারুল আলম নতুন আইজিপি, সাজ্জাত আলী ডিএমপি কমিশনার

চিটাগং ট্রিবিউন ডেস্কঃ

বাংলাদেশ পুলিশ প্রশাসনে বড় রদবদলের অংশ হিসেবে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) পদে নিয়োগ পেয়েছেন পুলিশের বিশেষ শাখার (এসবি) সাবেক প্রধান বাহারুল আলম। তিনি বর্তমান আইজিপি মো. ময়নুল ইসলামের স্থলাভিষিক্ত হবেন। পাশাপাশি, ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নতুন কমিশনার হিসেবে দায়িত্ব নিয়েছেন শেখ সাজ্জাদ আলী।

বুধবার (২০ নভেম্বর) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এই তথ্য জানান উপদেষ্টা আসিফ মাহমুদ। তিনি বলেন, “পুলিশ প্রশাসনে বড় ধরনের পরিবর্তন আনা হয়েছে। এসবির সাবেক প্রধান বাহারুল আলম এখন আইজিপি হিসেবে দায়িত্ব পালন করবেন। আর ডিএমপি কমিশনারের দায়িত্ব নিয়েছেন শেখ সাজ্জাদ আলী।”

সচিবালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠকের পর ফরেন সার্ভিস একাডেমিতে এই ঘোষণা দেওয়া হয়। প্রেস ব্রিফিংয়ে আরও জানানো হয়, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নের লক্ষ্যে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুযায়ী, অবসরপ্রাপ্ত ডিআইজি বাহারুল আলমকে সরকারি চাকরি আইন, ২০১৮–এর ৪৯ ধারা অনুযায়ী আইজিপি পদে দুই বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে।

উল্লেখ্য, বাহারুল আলম ২০০৭–০৮ সালে এসবি প্রধান ছিলেন এবং পরে পুলিশ সদর দপ্তরে দায়িত্ব পালন করেন। ২০২০ সালে তিনি অবসর গ্রহণ করেন।

 

সর্বাধিক পঠিত