সোমবার, এপ্রিল ৭, ২০২৫

আদালত চত্বরে চার সাংবাদিকের মোটরসাইকেল ভাঙচুর, সিইউজের নিন্দা

আদালত চত্বরে চার সাংবাদিকের মোটরসাইকেল ভাঙচুর, সিইউজের নিন্দা

চট্টগ্রাম অফিসঃ

চট্টগ্রাম আদালত এলাকায় পেশাগত দায়িত্ব পালন করতে যাওয়া চার সাংবাদিকের মোটর সাইকেল ভাংচুরের নিন্দা জানিয়েছে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন (সিইউজে)
মঙ্গলবার বিকেলে বাংলাদেশ সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ ব্রহ্মচারীর জামিন নামঞ্জুরকে ঘিরে সৃষ্ট অপ্রীতিকর ঘটনা চলাকালে ফটো সাংবাদিক আমাদের সময়ের আবু সাঈদ মোহাম্মদ তামান্না, দেশ রূপান্তরের আকমাল হোসেন, বিডিনিউজের সুমন বাবু ও সারাবাংলার শ্যামলনন্দীর পার্কিং করে রাখা মোটর সাইকেল ভাংচুর করে দুর্বৃত্তরা।চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি তপন চক্রবর্তী ও সাধারণ সম্পাদক ম. শামসুল ইসলাম এক বিবৃতিতে বলেন, যে কোন ঘটনা কিংবা পরিস্থিতির প্রকৃত তথ্য, ছবি আর ভিডিও ফুটেজ সংগ্রহের জন্য সাংবাদিকদের মাঠে থাকতে হয়। কিন্তু প্রায়ই দেখা যায়, সাংবাদিক ও তাঁদের ক্যামেরা কিংবা মোটর সাইকেলকে আক্রমণের টার্গেটে পরিণত করে একশ্রেণির লোক। যা সম্পূর্ণ অপ্রত্যাশিত ও অনাকাঙ্খিত।সিইউজে নেতারা এ ঘটনার নিন্দা জানানোর পাশাপাশি পেশাগত দায়িত্ব পালনকারী সাংবাদিক ও তাদের জিনিসপত্র যেন আক্রমণের লক্ষ্যবস্তু না হয় এ ব্যাপারে সকলের সহযোগিতা কামনা করেন।

সর্বাধিক পঠিত