মঙ্গলবার, এপ্রিল ৮, ২০২৫

আলীকদমে জামায়াতের উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল

আবু ছিদ্দিক, আলীকদম উপজেলা প্রতিনিধি।

বাংলাদেশ জামায়াতে ইসলামী বান্দরবান জেলার আলীকদম উপজেলা শাখার আয়োজনে ২১ ফেব্রুয়ারী মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ ২১ ফেব্রুয়ারী বিকাল ৪ টায় দলটির আলীকদম উপজেলা কার্যালয়ে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী আলীকদম উপজেলার আমীর জনাব মাওলানা মাশুক ইলাহি এবং সঞ্চালনা করেন দলটির আলীকদম উপজেলা কর্ম পরিষদের অর্থ সম্পাদক ও আলীকদম সদর ইউনিয়নের সভাপতি জনাব মাহমুদুল হক। আলোচনা সভার বক্তব্যে উপজেলা আমীর মাওলানা মাশুক ইলাহি বলেন এদেশের মানুষ বাংলা ভাষার জন্য জীবন দিয়েছে যা পৃথিবীর ইতিহাসে বিরল। কিন্তু দুঃখের বিষয় এখন দেশের মানুষ কথার ফাকে ফাকে ইংরেজি বলাকে আধুনিকতা মনে করে যা এই জাতির জন্য লজ্জা জনক।তিনি আরও বলেন আমাদের সকলকে বাংলা ভাষাকে চর্চা করতে হবে এবং এই বিষয়ে সবাইকে উদ্ভুদ্ধ করতে হবে। দলটির আলীকদম উপজেলা সেক্রেটারি জনাব সাদেক মিয়া বলেন আজকের এই মাতৃভাষা দিবসে আমি সরকারকে সরকারি অফিসের সকল নোটিশ ও অন্যান্য কাগজ পত্র ইংরেজির পরিবর্তে বাংলায় প্রকাশ করার অনুরোধ জানাচ্ছি। সভায় অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ৩ নং নয়া পাড়া ইউনিয়নের সভাপতি মুরাদুল ইসলাম, সেক্রেটারি হাফেজ রহমত উল্লাহ, সদর ইউনিয়নের সেক্রেটারি আবু ছিদ্দিক, শ্রমিক কল্যাণ ফেডারেশনের আলীকদম উপজেলার সেক্রেটারি মোঃ সোহাইল,চৈক্ষ্যং ইউনিয়নের অর্থ সেক্রেটারি কাউছার এবং বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির আলীকদম উপজেলা শাখার সভাপতি জনাব মাহমুদুল হাসান।
উল্লেখ্য যে, আলোচনা সভার শেষে ভাষা শহীদের জন্য দোয়া কামনা করে মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি করা হয়।

সর্বাধিক পঠিত