বৃহস্পতিবার, এপ্রিল ৩, ২০২৫

ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতিতে চট্টগ্রাম মেডিকেলসহ বিভিন্ন হাসপাতালের সেবা কার্যক্রম ব্যাহত

মো: তানজিম হোসাইন, চট্টগ্রাম প্রতিনিধি 

পাঁচদফা দাবিতে সারাদেশের মতো চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালেও কর্মবিরতি পালন করছেন ইন্টার্ন চিকিৎসকরা। তাদের সাথে একাত্মতা প্রকাশ করে ক্লাস বর্জন কর্মসূচি পালন করছেন মেডিকেল শিক্ষার্থীরাও।

 

হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল তসলিম উদ্দিন জানিয়েছেন, কর্মবিরতির কারণে বুধবার সকাল থেকে হাসপাতালের বহির্বিভাগে চিকিৎসা সেবা বন্ধ রয়েছে। এতে দূরদূরান্ত থেকে আসা রোগীরা ভোগান্তিতে পড়েছেন।

 

হাসপাতালের বিভিন্ন বিভাগে সিনিয়র চিকিৎসকরা তাদের সেবা কার্যক্রম চালু রেখেছেন। ব্রিগেডিয়ার জেনারেল তসলিম উদ্দিন বলেন, “বিভিন্ন ওয়ার্ডে সিনিয়র চিকিৎসকরা সেবা দিচ্ছেন। জরুরি বিভাগসহ আইসিইউ সেবা চালু রয়েছে, তাই তেমন সমস্যা হচ্ছে না।”

 

আন্দোলনকারীদের মধ্যে চট্টগ্রাম মেডিকেল কলেজের ৫ম বর্ষের শিক্ষার্থী সাকিব হোসেন জানান, “বিডিএস ও এমবিবিএস ডিগ্রি ছাড়া অন্য কেউ ডাক্তার লিখতে পারবে না’সহ পাঁচদফা দাবিতে সারাদেশের মতো চট্টগ্রাম মেডিকেলেও কর্মবিরতি ও ক্লাস বর্জন কর্মসূচি পালন করছি। জরুরি সেবা বিশেষ করে আইসিইউ ও সিসিইউ সেবা চালু আছে।”

 

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল ছাড়াও নগরীর মা ও শিশু হাসপাতাল, ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ ও হাসপাতাল, মেরিন সিটি এবং সাউদার্ন মেডিকেল কলেজের শিক্ষার্থী ও ইন্টার্ন চিকিৎসকরাও একই দাবিতে কর্মসূচি পালন করছেন।

 

চিকিৎসা সেবার এই অচলাবস্থার কারণে রোগীরা চরম ভোগান্তির সম্মুখীন হচ্ছেন। তবে সিনিয়র চিকিৎসকদের কার্যক্রমের কারণে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক রাখা সম্ভব হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

সর্বাধিক পঠিত