শুক্রবার, এপ্রিল ৪, ২০২৫

ইবির পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের নতুন পরিচালক মোয়াজ্জেম

ইবি প্রতিনিধি:

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের পরিচালক (পিডি) হিসেবে নিয়োগ পেয়েছেন এস্টেট অফিসের উপ-রেজিস্ট্রার মোয়াজ্জেম হোসেন।

বুধবার (৫ মার্চ) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ’র স্বাক্ষরিত এক অফিস আদেশে তাকে নিয়োগ দেওয়া হয়। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তিনি উক্ত পদে দায়িত্ব পালন করবেন।

অফিস আদেশে বলা হয়, পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের পরিচালক ড. নওয়াব আলীকে ৫ মার্চ থেকে অব্যাহতি দিয়ে এস্টেট অফিসের উপ-রেজিস্ট্রার মোয়াজ্জেম হোসেনকে উক্ত পদে নিয়োগ দেওয়া হয়েছে। বিধি অনুযায়ী তিনি সংশ্লিষ্ট পদের সব সুবিধা ভোগ করবেন।

নবনিযুক্ত মোয়াজ্জেম হোসেন বলেন, চিঠি পেয়েছি। আমাকে দায়িত্ব দেয়ায় ভিসি স্যারের প্রতি কৃতজ্ঞ। সৎ ও দক্ষতার সাথে কাজ করতে চাই। একই সাথে সবার সহযোগিতা প্রয়োজন।

সর্বাধিক পঠিত