
ইবি প্রতিনিধি
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) “মিথোপোয়েসিস এবং মাইকেল মধুসূদন দত্ত: বিশ্লেষণমূলক তাঁর নির্বাচিত রচনা” শীর্ষক পিএইচডি সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৬ ফ্রেব্রুয়ারি) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্র-নজরুল কলাভবনে এ অনুষ্ঠান আয়োজন করে বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগ।
সেমিনারে ইংরেজি বিভাগের সভাপতি অধ্যাপক ড. মিয়া মো. রাশেদুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইবি উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ এবং প্রধান আলোচক হিসেবে ছিলেন ইংরেজি বিভাগের অধ্যাপক ড. এম শাহিনুর রহমান। পিএইচডি’র সুপারভাইজার হিসেবে ছিলেন একই বিভাগের অধ্যাপক ড. মোসাম্মদ সালমা সুলতানা।
এসময় পিএইচডি’র বিষয়বস্তু নিয়ে আলোচনা করেন ইংরেজি বিভাগের শিক্ষকরা। প্রধান অতিথি অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ পিএইচডি’র বিষয়বস্তুর উপর আলোকপাত করেন এবং গবেষণাকে আরও সৃজনশীল ও উৎপাদনশীল করার লক্ষ্যে দিক নির্দেশনা দেন।
নির্দিষ্ট বিষয়বস্তুর উপর গবেষণারত রিসার্চার ইংরেজি বিভাগের ২০১৪-১৫ বর্ষের শিক্ষার্থী মোছা. রুজিনা আফরোজ বলেন, মাইকেল মধুসূদন দত্তের তিনটি কাব্যের উপর যথা: মেঘনাদবধ কাব্য, বিরঙ্গনা ও শর্মিষ্টা। যেখানে কবির লেখা পৌরাণিক কাহিনী ও আধুনিক কাব্যের সাথে বিশ্লেষণ করে নারীদের বীরত্ব ও আবদান তুলে ধরা হয়েছে। যেটার মাধ্যমে জাতীয়তাবাদের উন্মেষ ঘটে। এটি আমার গবেষণার বিষয়বস্তুর একটি অংশ।