
ইবি প্রতিনিধি:
ভাষা আন্দোলনের শহিদদের শ্রদ্ধাভরে স্মরণ করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) পরিবার। শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্যদিয়ে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৫ পালন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
শুক্রবার (২১ ফেব্রুয়ারি) প্রথম প্রহরে এ শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়। এর আগে ২০ ফেব্রুয়ারি রাত ১১.৪৫ মিনিটে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোঃ নসরুল্লাহর নেতৃত্বে প্রশাসন ভবন চত্বর হতে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহিদ মিনারে যাত্রা করা হয়। পরে ২১ ফেব্রুয়ারি’র প্রথম প্রহরে রাত ১২.০১ মিনিটে কেন্দ্রীয় শহিদ মিনারে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন উপাচার্য অধ্যাপক ড. নকীব মোঃ নসরুল্লাহর। এ সময় উপাচার্যের সাথে ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম।
উপাচার্যের শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে পর্যায়ক্রমে বিভিন্ন সমিতি, পরিষদ ও ফোরাম, বিভিন্ন অনুষদ, বিভাগ ও হল, বাংলাদেশ ছাত্রদল ইবি শাখা, বিভিন্ন ছাত্র সংগঠন, সাংবাদিক সংগঠন, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এবং ইবি থানার পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়। শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ১ মিনিট নিরবতা পালন এবং তাঁদের আত্মার শান্তি কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।
উল্লেখ্য, সকাল ১০ টায় বিশ্ববিদ্যালয় পতাকা ও কালো পতাকা অর্ধনমিত করা হবে।