
বশিরুজ্জামান, ঈদগাঁও উপজেলা প্রতিনিধিঃ
ঈদগাঁও উপজেলার ইসলামাবাদ ইউনিয়নে আওয়ামী লীগ সন্ত্রাসীদের গুলিতে হাবিবুল হুদা চৌধুরী প্রকাশ কালু (৬৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ সময় গুরুতর আহত হয়েছেন আরও দুই নারী।
শুক্রবার (১৪ মার্চ) রাত ১০টার দিকে ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সিকদারপাড়ায় কালুর নিজ বাড়িতে ঢুকে তাকে উপর্যপুরী গুলি করে। এতে গুলিবিদ্ধ হয়ে তার মা ও বোন গুরুতর আহত হয়। গুলিবিদ্ধরা বর্তমানে জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। আর হাসপাতালে নেয়ার পথে কালু মৃত্যুবরণ করেন। নিহত হাবিবুল হুদা চৌধুরী প্রকাশ কালু ওই এলাকার মরহুম সামশুল হুদা চৌধুরীর ছেলে।
জানা গেছে, ইসলামাবাদ ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান আব্দুর রাজ্জাকের সাথে একই এলাকার লিটনদের জমি-জমার বিরোধ রয়েছে। সে সূত্র ধরে ঈদগাঁও উপজেলা আওয়ামী লীগ সভাপতি আবু তালেবের অনুসারী হিসেবে পরিচিত ও অপসারিত ইসলামাবাদ ইউপি চেয়ারম্যান আবদুর রাজ্জাকের লোকজন এ ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ করেছেন নিহতের স্বজনেরা।।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) মছিউর রহমান জানান, জমি বিরোধ নিয়ে দু’পক্ষের সংঘর্ষের জেরে এ হত্যাকান্ড ঘটেছে। প্রাথমিক তদন্তে স্থানীয় চেয়ারম্যানের লোকজন এ ঘটনা ঘটিয়েছে বলে তথ্য পাওয়া গেছে। তবে এ ঘটনায় এখনো থানায় মামলা হয়নি বলেও জানান ওসি।’
এ ব্যাপারে অভিযুক্ত চেয়ারম্যান আব্দুর রাজ্জাকের মন্তব্য জানার জন্য কল করা হলে তার মোবাইল বন্ধ পাওয়ায় বক্তব্য নেয়া সম্ভব হয়নি।