মঙ্গলবার, এপ্রিল ৮, ২০২৫

একদিনে ভারত থেকে এলো ১১৭১ টন পেঁয়াজ, কমেছে দাম

ইরফান আলী ফাহিম, চট্টগ্রাম মহানগর প্রতিনিধি।

হিলি বন্দরে পেঁয়াজ আমদানি বেড়েছে, কমেছে দাম

দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে একদিনে ভারত থেকে আমদানি হয়েছে ১১৭১ টন পেঁয়াজ। আমদানি বাড়ায় হিলি বাজারে পেঁয়াজের দাম কেজিতে ৫ থেকে ১০ টাকা কমেছে। বিষয়টি নিশ্চিত করেছেন হিলি স্থলবন্দরের শুল্ক কর্মকর্তা শফিউল আলম।

তিনি জানান, হিলি বন্দরে পেঁয়াজ আমদানি অব্যাহত রয়েছে। আগে যেখানে প্রতিদিন ১৫-২০ ট্রাক পেঁয়াজ আমদানি হতো, এখন তা বেড়ে দাঁড়িয়েছে ৪০ ট্রাকে। শনিবার (৭ ডিসেম্বর) একদিনেই ৪০টি ট্রাকে ১১৭১ টন পেঁয়াজ এসেছে। বন্দরে দ্রুত খালাসের জন্য আমদানিকারকদের বিল অব এন্ট্রি দ্রুত সম্পন্ন করা হচ্ছে।

পেঁয়াজের আমদানি ও দাম
হিলি স্থলবন্দর সূত্রে জানা গেছে, ইন্দোর, নগর ও নাসিক জাতের পেঁয়াজ বেশি আমদানি হচ্ছে। একদিন আগেও বন্দরে পেঁয়াজের দাম ছিল ৬৫ থেকে ৭০ টাকা। তবে এখন তা কমে ৬০ থেকে ৬৫ টাকায় নেমেছে।

বন্দরে পেঁয়াজ কিনতে আসা পাইকার আইয়ুব হোসেন জানান, “বেশ কিছুদিন ধরেই পেঁয়াজের দাম বেশি ছিল। একদিন আগেও ৬৫ থেকে ৭০ টাকায় কিনতে হয়েছিল। এখন সেই পেঁয়াজ ৬০ থেকে ৬৫ টাকায় পাওয়া যাচ্ছে। তবে দেশীয় নতুন পাতাপেঁয়াজ ওঠায় মোকামে চাহিদা কিছুটা কমেছে।”

সরবরাহ ও দাম কমার কারণ
আমদানিকারক মামুনুর রশীদ জানান, বাজার স্বাভাবিক রাখতে ভারত থেকে পেঁয়াজ আমদানি অব্যাহত রয়েছে। তবে ভারতের বাজারে সরবরাহ কম থাকায় কিছুদিন আগে দাম বাড়তি ছিল। এখন নতুন পেঁয়াজ উঠতে শুরু করায় ভারতে দাম কমেছে, যার প্রভাব বাংলাদেশের বাজারেও পড়ছে।

তিনি আরও বলেন, “সরকার পেঁয়াজ আমদানিতে শুল্ক প্রত্যাহার করায় ছোট-বড় সব আমদানিকারকরা আবার আমদানি শুরু করেছেন। ফলে পেঁয়াজের সরবরাহ বাড়ায় দাম কিছুটা নিয়ন্ত্রণে এসেছে।”

চাহিদা ও সরবরাহের ভারসাম্য
হিলি বন্দরের আমদানি কার্যক্রম চালু থাকায় বাজারে পেঁয়াজের সংকট কমে আসছে। তবে চাহিদার সঙ্গে সরবরাহের ভারসাম্য ঠিক রাখতে আমদানিকারকরা নিয়মিত কাজ করে যাচ্ছেন।

চিটাগং ট্রিবিউন

 

সর্বাধিক পঠিত