শনিবার, এপ্রিল ১২, ২০২৫

কক্সবাজারে কলেজ-অধ্যক্ষ হত্যার মূলহোতা যুবলীগ নেতা জাহাঙ্গীর গ্রেপ্তার

কক্সবাজারের পেকুয়ায় চাঞ্চল্যকর কলেজ-অধ্যক্ষ হত্যা এবং বস্তাবন্দি করে লাশ গুমের ঘটনায় মূলহোতা পেকুয়া উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর আলম ওরফে গরু জাহাঙ্গীরকে গ্রেপ্তার করেছে র‍্যাব। আজ শনিবার (১২ অক্টোবর) রাত ৯টা ৩০ মিনিটে র‍্যাব ১৫ ও র‍্যাব ৭-এর একটি যৌথ অভিযানিক দল চট্টগ্রাম মহানগরীর সদরঘাট থানাধীন পূর্ব মাদারবাড়ি এলাকায় একটি বন্ধুর বাসায় আত্মগোপনে থাকা অবস্থায় তাকে গ্রেপ্তার করে।

র‍্যাব-১৫ এর অতিরিক্ত পুলিশ সুপার মো. আনোয়ার হোসেন শামীম অভিযানের নেতৃত্ব দেন। তিনি চিটাগং ট্রিবিউনকে বলেন, “চট্টগ্রাম ও কক্সবাজারে দুই সপ্তাহ ধরে চলমান অভিযানের মাধ্যমে আমরা এই নৃশংস হত্যাকাণ্ডের রহস্য উন্মোচন করতে এবং মূলহোতা ও প্রধান পরিকল্পনাকারীকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি।”

গ্রেপ্তারকৃত জাহাঙ্গীরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর জানা যায়, তিনি অধ্যক্ষ আরিফকে অপহরণ, ৪০ লক্ষ টাকা মুক্তিপণ দাবি, হত্যাকাণ্ড এবং বস্তাবন্দি করে পুকুরে লাশ গুম করার সঙ্গে সরাসরি জড়িত ছিলেন। জাহাঙ্গীর তার অপরাধের কথা স্বীকার করেছেন বলে জানান র‍্যাবের কর্মকর্তারা। তার বিরুদ্ধে আরও তদন্ত ও জিজ্ঞাসাবাদ চলমান রয়েছে।

উল্লেখ্য, এই হত্যাকাণ্ড কক্সবাজারসহ সারাদেশে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে। র‍্যাবের এই সফল অভিযানে হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারীকে গ্রেপ্তার করা সম্ভব হওয়ায় মামলার অগ্রগতি হয়েছে।

সর্বাধিক পঠিত