
কক্সবাজার প্রতিনিধিঃ
লোগোতে ‘নৌকা’ সরিয়ে যুক্ত হলো ‘সূর্য-কলম’
আওয়ামী লীগ সরকারের পতনের পর, কক্সবাজার সরকারি কলেজের লোগো সংশোধন করা হয়েছে। কলেজটির লোগো থেকে ‘নৌকা’ প্রতীক সরিয়ে নতুন করে সংযোজন করা হয়েছে ‘সূর্য’ ও ‘কলম’ প্রতীক। কলেজ কর্তৃপক্ষ জানিয়েছে, শিক্ষাপ্রতিষ্ঠানটিকে নতুন আঙ্গিকে সাজাতে এবং কাজে গতিশীলতা আনতে এই পরিবর্তন আনা হয়েছে।
গত বুধবার (৩০ অক্টোবর) কলেজের অ্যাকাডেমিক কাউন্সিলের বৈঠকে নতুন লোগোটি অনুমোদন করা হয় বলে নিশ্চিত করেন কক্সবাজার সরকারি কলেজের অধ্যক্ষ মোহাম্মদ সোলাইমান। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে লোগো পরিবর্তনের এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
কক্সবাজার সরকারি কলেজের সাবেক ছাত্র মিজবাহ বলেন, “আমরা দীর্ঘদিন ধরে কলেজের লোগো পরিবর্তনের দাবি জানিয়ে আসছিলাম। কারণ, শিক্ষাপ্রতিষ্ঠানের লোগোতে কোনও রাজনৈতিক প্রতীক থাকা উচিত নয়।”
আরেক শিক্ষার্থী খোরশেদ বলেন, “এতদিন কলেজটি একটি রাজনৈতিক দলের প্রভাবে ছিল। এখন এটি ধীরে ধীরে সেই প্রভাবমুক্ত হচ্ছে।”
সংশোধিত লোগোর বিবরণ
১) ২১টি তারা : মহান একুশে ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে স্মরণ।
২) কলেজের নাম : কক্সবাজার সরকারি কলেজ।
৩) কোরআনের আয়াত : সূরা বাকারা, আয়াত ২৫৭। অর্থ – “আঁধার ছেড়ে আলোর দিকে আহ্বান।”
৪) বই, খাতা ও কলম : জ্ঞান অন্বেষণের প্রতীক।
৫) উদীয়মান সূর্য : জ্ঞানের আলো ছড়িয়ে দেওয়ার প্রতীক।
৬) সাগর : কক্সবাজারের ঐতিহ্যের ধারক ও বাহক।