মঙ্গলবার, এপ্রিল ৮, ২০২৫

কেন্দ্রীয় সমন্বয়ক নাহিদের পদত্যাগের পরই সদ্য ঘোষিত কক্সবাজার কমিটি উধাও

নিজস্ব প্রতিবেদক:

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক নুরুল ইসলাম নাহিদের পদত্যাগের আনুমানিক‌ ১০-১৫ মিনিট পরই সদ্য ঘোষিত কক্সবাজার কমিটি অফিসিয়াল পেইজ থেকে পোস্ট মুছে দিয়েছে অত্র সংগঠনটি।

আজ বৃহস্পতিবার (২০ জানুয়ারি) রাত বারোটার দিকে এই কমিটি সংক্রান্ত একটি পোস্ট বৈছাআর পেইজে আপলোড হলে নাহিদ এই কমিটি প্রত্যাখ্যান করে সকল ধরণের পদ থেকে পদত্যাগ ঘোষণা করেন।

নুরুল ইসলাম নাহিদ তাঁর ব্যক্তিগত ফেইসবুক আইডিতে লিখেন, কক্সবাজার কমিটিতে চরম বৈষম্য হয়েছে। প্রকৃত বিপ্লবীরা মাইনাস হয়েছে।আমি এই কমিটি ঘৃণা ভরে প্রত্যাখ্যান করলাম এবং বৈছাআর সকল পদ থেকে পদত্যাগ করলাম।

এছাড়াও, বৈছাআর কেন্দ্র থেকে কক্সবাজারে কেউ গেলে প্রটোকল নিয়ে যাওয়ার জন্য বলেছেন।

 

সর্বাধিক পঠিত