
এম মহাসিন মিয়া (খাগড়াছড়ি)
খাগড়াছড়িতে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করেছে, চেম্বার অব কমার্স এ্যন্ড ইন্ডাষ্ট্রি।
বুধবার দুপুরে জেলা সদরের চেম্বার অব কমার্স এ্যন্ড ইন্ডাষ্ট্রি কার্যালয়ে জেলা সদর ও পৌর এলাকার প্রায় সাড়ে তিনশত শীতার্ত মানুষের মাঝে এ শীতবস্ত্র বিতরণ করা হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপকার ভোগীদের হাতে শীতবস্ত্র হিসেবে কম্বল তুলে দেন, জেলা চেম্বার অব কমার্স এ্যন্ড ইন্ডাষ্ট্রি’র সভাপতি, খাগড়াছড়ি আসনের সাবেক সংসদ সদস্য ও বর্তমান জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূইয়া।
এ সময় খাগড়াছড়ি চেম্বার অব কমার্স এ্যন্ড ইন্ডাষ্ট্রি’র নেতৃবৃন্দ ও জেলা বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।