মঙ্গলবার, এপ্রিল ৮, ২০২৫

খাগড়াছড়িতে দুর্গম রাম রতন কার্বারী পাড়ায় সেনাবাহিনীর শীতবস্ত্র বিতরণ

 

এম মহাসিন মিয়া (খাগড়াছড়ি)

খাগড়াছড়ি পার্বত্য জেলার দীঘিনালা উপজেলার দুর্গম রাম রতন কার্বারী পাড়ার অসহায় ও শীতার্ত মানুষের মাঝে বিনামূল্যে শীতবস্ত্র দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর খাগড়াছড়ি রিজিয়নের দীঘিনালা জোন।

মঙ্গলবার দুর্গম রাম রতন কার্বারী পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে রাম রতন কার্বারী পাড়া, ডিবি পাড়া, নৌকা ছড়া, তেবাংছড়া সহ আশপাশের এলাকার প্রায় দেড়শ শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল তুলে দেন, দীঘিনালা সেনা জোনের অধিনায়ক লে. কর্ণেল ওমর ফারুক (পিএসসি)।

এছাড়াও দুর্গম বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে খেলাধুলা সামগ্রী হিসেবে ফুটবল, বলিবল ও ব্যাডমিন্টন খেলাধুলা সামগ্রী প্রদান করা হয়।

এ সময় দীঘিনালা সেনা জোনের অধিনায়ক লে. কর্ণেল ওমর ফারুক (পিএসসি) বলেন, জাতিগোষ্ঠী নির্বিশেষে পাহাড়ের দুর্গম এলাকার পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য কাজ করছে বাংলাদেশ সেনাবাহিনীর দীঘিনালা জোন।

ভবিষ্যতেও এ অঞ্চলের পিছিয়ে পড়া মানুষের জন্য বাংলাদেশ সেনাবাহিনীর দীঘিনালা জোনের পক্ষ থেকে এমন সহযোগিতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

সর্বাধিক পঠিত