
প্রতিবেদক: এম মহাসিন মিয়া, খাগড়াছড়ি প্রতিনিধি
তারিখ: ৩০ অক্টোবর, ২০২৪
খাগড়াছড়ি জেলার দীঘিনালা উপজেলার মেরুং ইউনিয়নের দুর্গম লম্বাছড়া এলাকায় “জেলা প্রশাসন স্কুল এন্ড কলেজ” এর শুভ উদ্বোধন করা হয়েছে। বুধবার দুপুরে দীঘিনালা উপজেলা প্রশাসনের আয়োজনে এই অনুষ্ঠানের মাধ্যমে শিক্ষা প্রতিষ্ঠানটি আনুষ্ঠানিকভাবে শিক্ষাদান কার্যক্রম শুরু করেছে।
লম্বাছড়া জেলা প্রশাসন স্কুল এন্ড কলেজটি ৬ষ্ঠ শ্রেণির ৪০ জন শিক্ষার্থী নিয়ে যাত্রা শুরু করেছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান। তিনি বলেন, “পাহাড়ের দুর্গম এলাকায় শিক্ষার আলো পৌঁছালে এখানকার মানুষ উন্নতির শিখরে পৌঁছাতে পারবে। পর্যায়ক্রমে বিদ্যালয়টিতে পাঠাগার ও ল্যাব স্থাপন করা হবে। ভবিষ্যতে লম্বাছড়া একটি মডেল গ্রামে পরিণত হবে বলে আশা করি।”
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মামুনুর রশীদ। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রুমানা আক্তার, আধুনিক জেলা সদর হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট ডা. নয়নময় ত্রিপুরা, দীঘিনালা থানার অফিসার ইনচার্জ মো. জাকারিয়া, ভূমি দাতা শান্তিবালা ত্রিপুরা এবং অভিভাবক প্রতিনিধি যতীন বিকাশ চাকমা।
এর আগে সকাল ১১টায় দীঘিনালা উপজেলা পরিষদ মাঠে অফিসার্স লং টেনিস ও ভলিবল খেলার মাঠের উদ্বোধন করেন জেলা প্রশাসক ও অতিরিক্ত জেলা প্রশাসক।