এম মহাসিন মিয়া (খাগড়াছড়ি) প্রতিনিধি
খাগড়াছড়িতে পাহাড়ের প্রবীণ ও গুণী সাংবাদিক একে এম মকসুদ আহমেদ'র মৃত্যুতে খতমে কুরআন ও শোকসভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার দুপুরে জেলা প্রেসক্লাবের আয়োজনে প্রেসক্লাবের কনফারেন্স রুমে এ খতমে কুরআন ও শোকসভা অনুষ্ঠিত হয়।
এ সময় প্রয়াত সাংবাদিক একে এম মকসুদ আহমেদ'র বিদেহী আত্মার শান্তি কামনা করা হয় এবং ১মিনিট নিরবতা পালন করে সবাই। শোকসভায় মকসুদ আহমেদ'র সাংবাদিকতার বিভিন্ন সময়ের স্মৃতিচারণ করেন সাংবাদিকরা।
একে এম মকসুদ আহমেদ রাঙ্গামাটি থেকে প্রকাশিত দৈনিক গিরিদর্পণ পত্রিকার সম্পাদক ছিলেন। পাশাপাশি পাহাড়ের প্রবীণ, গুণী ও সাংবাদিকতার পথিকৃৎ হিসেবে বেশ আলোচিত ছিলেন তিনি।
শোকসভায় খাগড়াছড়ি প্রেসক্লাবের সভাপতি তরুণ কুমার ভট্টাচার্য্য, সাধারণ সম্পাদক এইচ এম প্রফুল্লসহ জেলা সদরে কর্মরত অন্যান্য সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।