বৃহস্পতিবার, এপ্রিল ৩, ২০২৫

খাগড়াছড়িতে বিভাগীয় ক্রিকেট টুনামেন্ট-২০২৫ এর উদ্বোধন

 

এম মহাসিন মিয়া (খাগড়াছড়ি প্রতিনিধি)

তারুণ্যের উৎসব-২০২৫ উদযাপন উপলক্ষে খাগড়াছড়িতে বিভাগীয় অনুর্ধ্ব-১৭ ক্রিকেট লীগের উদ্বোধন করা হয়েছে। এবারে টুনামেন্টে মোট ৮টি দল অংশগ্রহণ করছে।

১০ ফেব্রুয়ারি সোমবার সকাল ১০টায় খাগড়াছড়ি জেলা স্টেডিয়ামে জেলা প্রশাসন ও ক্রীড়া সংস্থার আয়োজনে “এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” প্রতিপাদ্যকে সামনে রেখে জেলা পর্যায়ে বিভাগীয় এ ক্রিকেট টুনামেন্টের উদ্বোধন করেন, অন্তর্বর্তীকালীন সরকারের পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ও সাবেক রাষ্ট্রদূত সুপ্রদীপ চাকমা।

এ সময় খাগড়াছড়ি জেলা প্রশাসক এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকার, পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রুমানা আক্তার, জেলা ক্রীড়া অফিসার মো. হারুন অর রশিদ, প্রেসক্লাবের সভাপতি তরুণ কুমার ভট্টাচার্য, ক্রীড়া এডহক কমিটির সদস্য মো. নজরুল ইসলাম, খেলোয়াড়, ক্রীড়াপ্রেমী ব্যক্তিবর্গ সহ আরও অনেকেই উপস্থিত ছিলেন।

উদ্বোধনকালে সুপ্রদীপ চাকমা বলেন, শিক্ষার্থীদের জন্য লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার বিকল্প নেই। এ সময় খেলাধুলায় সর্বাত্নক সহযোগিতা প্রদান করার আশ্বাসও দেন তিনি।

সর্বাধিক পঠিত