
প্রতিনিধি: এম মহাসিন মিয়া, খাগড়াছড়ি
তারিখ: ২৪ অক্টোবর ২০২৪
খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা উপজেলার সীমান্ত এলাকা থেকে রনি দাস (৩২) নামে এক ভারতীয় যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) দুপুরে ৪০ বিজিবির খেদকছড়া ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর আফিক হাসান এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, রনি দাসের সঙ্গে একজন বাংলাদেশি সহযোগী মো. সাইফুল ইসলামকেও আটক করা হয়েছে। ২৩ অক্টোবর দুপুরে মাটিরাঙ্গার খেদাছড়া ব্যাটালিয়নের শফিটিলা বিওপি এলাকায় বাংলাদেশ থেকে ভারতে ফিরে যাওয়ার সময় তাদের আটক করা হয়।
রনি দাস দক্ষিণ ত্রিপুরার বেলুনিয়া এলাকার বাসিন্দা ললিত দাসের ছেলে। তার কাছ থেকে ভারতীয় ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের পার্মানেন্ট একাউন্ট নম্বর (প্যান) কার্ড এবং আধার কার্ডের ছবি উদ্ধার করা হয়েছে। এছাড়া, তার কাছ থেকে ২টি মোবাইল ফোন এবং ৪ হাজার ৬০০ টাকা নগদ বাংলাদেশি মুদ্রা উদ্ধার করা হয়।
বাংলাদেশি সহযোগী মো. সাইফুল ইসলাম মাটিরাঙ্গার বেলছড়ির বাসিন্দা। সাইফুলের কাছ থেকে একটি মোটরসাইকেল, একটি মোবাইল ফোন এবং ৭ হাজার টাকা নগদ উদ্ধার করা হয়েছে। বিজিবি সূত্রে জানা গেছে, আটককৃতদের মাটিরাঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে।