
*সিএমপি’র পাহাড়তলী থানা পুলিশের পরিচালিত বিশেষ অভিযানে ০৫ কেজি গাঁজা সহ ০১ জন আসামী গ্রেফতারঃ*
চট্টগ্রাম অফিস
অফিসার ইনচার্জ, পাহাড়তলী থানা, জনাব মো: বাবুল আজাদ এর নেতৃত্বে এসআই/সৌমিত্র সরকার, এএসআই/ইকবাল হোসেন মজুমদার ও সঙ্গীয় ফোর্সসহ পাহাড়তলী থানাধীন দুলালাবাদস্থ পাহাড়তলী থানার মূল গেইটের বিপরীতে সৈকত এর বিকাশ দোকানের সামনে পাকা রাস্তার উপর আকস্মিক চেকপোষ্ট পরিচালনা করে ইং ২৩/১১/২০২৪খ্রি: ০০.০৫ ঘটিকার সময়ে একটি সিএনজি গাড়ী থামিয়ে সিএনজির ভিতরে থাকা যাত্রীর কাঁধে বহন করে একটি খয়েরী রংয়ের স্কুল ব্যাগ দেখতে পেয়ে উক্ত যাত্রীকে সিএনজি হইতে নামিয়ে তাহার কাঁধে থাকা ব্যাগ তল্লাশী করাকালে ব্যাগের ভিতরে বিশেষ কৌশলে ৩ টি পলিথিনে মোড়ানো ৫ কেজি গাঁজা সহ যাত্রী আসামী ১। মোঃ ফারুক(৪২), পিতা-মৃত মোবারক হোসেন, মাতা-মৃত আনোয়ারা বেগম, সাং-শাকপুর, ০৬ নং ওয়ার্ড, সুরত আলী ক্বারী সাহেবের বাড়ি, থানা-বরুড়া, জেলা-কুমিল্লা, বতমানে- জোলাপাড়া, ওয়ার্ড নং-০৯, অলংকার, থানা-পাহাড়তলী, জেলা-চট্টগ্রাম, বতমান-২, বায়েজিদ ডিব লাইন আবাসিক, পুলিশের বাড়ির ২য় তলার ভাড়াটিয়া, ০২ নং জালালাবাদ, থানা-বায়োজিদ, জেলা-চট্টগ্রামকে গ্রেফতার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামী স্বীকার করে যে, সে সীতাকুণ্ড থানাধীন কালুশাহ মাজার এলাকা হতে উক্ত মাদকদ্রব্য গাঁজা বিক্রয়ের উদ্দেশ্যে নিজ হেফাজতে রাখে পতেঙ্গা এলাকায় নিয়ে যাচ্ছিল।
আসামীর বিরুদ্ধে পাহাড়তলী থানারা মামলা নং-০৮, তারিখ-২৩/১১/২০২৪খ্রিঃ ধারা ২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ৩৬(১) এর সারণী ১৯(ক) রুজু করা হয়েছে।