
সড়ক বন্ধ করে প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের হিম উৎসব
চট্টগ্রাম অফিস
চট্টগ্রাম নগরের সিনেমা প্যালেস এলাকায় ব্যস্ততম একটি সড়ক বন্ধ করে অনুষ্ঠানের আয়োজন করেছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) পরিচালনাধীন প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়। বুধবার (২২ জানুয়ারি) অনুষ্ঠেয় ‘হিম উৎসব ও কাওয়ালী সন্ধ্যা’ ঘিরে ইতোমধ্যে বাঁশ-খুঁটি গেঁড়ে প্রস্তুতি শুরু হয়েছে। এতে করে এ পথে যানবাহন চলাচল করতে না পারায় যানজটের সৃষ্টি হচ্ছে। ভোগান্তিতে পড়ছেন ওই সড়কে চলাচল করা যাত্রীরা। নগরের রিয়াজউদ্দিন বাজার, তামাকুমন্ডি, নিউমার্কেটের এলাকার অসংখ্য কর্মজীবী ও শিক্ষার্থীদের আসা-যাওয়া এ পথ ধরে।জানা গেছে, চট্টগ্রাম নগরের আন্দরকিল্লা থেকে কাটা পাহাড়ের বাম দিকে নেমে যাওয়া পুরনো টেলিগ্রাফ রোড ব্যবহার করে তামাকুমণ্ডি, রিয়াজউদ্দিন বাজার, সিনেমা প্যালেস, নিউমার্কেট মুখী যানবাহন চলাচল করে। আর সেই পথে বাঁশ-খুঁটি গেঁড়ে ‘হিম উৎসব ও কাওয়ালী সন্ধ্যার আয়োজন করেছে বিশ্ববিদ্যালয়ের সিএসই, আইন, ইইই ও অর্থনীতি বিভাগের শিক্ষার্থীরা। সকাল ৮টা থেকে এ অনুষ্ঠান শুরু হয়ে চলবে সন্ধ্যা পেরিয়ে রাত অবধি। আর সেখানে প্রধান অতিথি থাকবেন বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টিবোর্ডের চেয়ারম্যান এবং চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন।বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলছে, শিক্ষার্থীদের জানানো হয়েছে সড়কে চলাচলে যাতে বাধার সৃষ্টি না হয়। আর সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে অনুমতি নেওয়ার কথা।নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় এক ব্যবসায়ী বলেন, ‘সকাল থেকে দেখি সড়ক বন্ধ করে বাঁশ বাঁধানো হচ্ছে। এতে পুরো সড়ক বন্ধ হয়ে গেছে। তাদের তো কেউ কিছু বলতেও পারছে না। এদিকে, তাদের এমন কাণ্ডজ্ঞানহীন কাজের কারণে আমাদের ব্যবসার সমস্যা হচ্ছে। বিশ্ববিদ্যায়লয়ের অনুষ্ঠান হোক আর যাই হোক অন্তত সড়কে তো এমন কাজ করার সমীচীন নয়। এগুলো প্রশাসন এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের চিন্তা করা উচিত।তিনি আরো বলেন, ‘অনুষ্ঠান হবে আগামীকাল। তারমানে আজ কাল; এদিন এ সড়ক দিয়ে গাড়ি চলবে না। সাধারণ মানুষ আসা-যাওয়া করতে পারবে না। এতে আমাদের ব্যবসাও হবে না।রফিক নামে রাস্তার মাথা থেকে আমতল পর্যন্ত চলাচল করা এক টেম্পু চালক বলেন, অনেকদিন ধরে কাটা পাহাড়ের রাস্তা বন্ধ। ফলে সিনেমা প্যালেস পাবলিক লাইব্রেরি ঘুরে আসা-যাওয়া করতে হয়। সকাল থেকে ওই রাস্তাটাও বন্ধ। এখন আন্দরকিল্লা থেকে টেরীবাজার হয়ে ঘুরে যেতে হচ্ছে। টেরীবাজার থেকে লালদীঘি পর্যন্ত যানজটে পড়তে হয়।নাম প্রকাশে অনিচ্ছুক ওই বিশ্ববিদ্যালয়ের সাবেক এক শিক্ষার্থী বলেন, ‘শিক্ষার্থীরা এ পর্যায়ে এসেও যদি নিয়মনীতি না মেনেই কাজ করে তাহলে মানুষ ভালোভাবে নিবে না। অনুষ্ঠান করার জন্য তো বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়াম আছে,বিশ্ববিদ্যালয়ের জায়গা আছে। প্রয়োজনে কোনো একটা কমিউনিটি সেন্টার ভাড়া করেও অনুষ্ঠান করা যেত। কিন্তু চট্টগ্রাম শহরে সিনেমা প্যালেসের মতো একটা জনগুরুত্বপূর্ণ জায়গায় অনুষ্ঠান করা কতটা ন্যায়।তিনি আরো বলেন, ‘মানুষের ভোগান্তি সৃষ্টি হচ্ছে, স্কুলে যাতায়াতে শিক্ষার্থীদের প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে। পাশেই আদালত, ডিসি অফিস, সরকারি আমলা ও সাধারণ মানুষের চলাচলে বিঘ্ন সৃষ্টি হচ্ছে। বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের কাছ থেকে এ রকম তো আশা করা যায় না।কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল করিম বলেন, ‘অনুষ্ঠানের জন্য কেউ রাস্তা বন্ধ করতে পারে না। আমার বিষয়টি জানা ছিল না। আমি এখনই খবর নিচ্ছি।সিএমপির ট্রাফিক দক্ষিণ বিভাগের সহকারী কমিশনার মোহাম্মদ মারুফুল করিম বলেন, ‘অনুষ্ঠানের জন্য শিক্ষার্থীরা অনুমতি পেয়েছে। যানজট না হওয়ার জন্য পাশ্ববর্তী রাস্তা যতুটুক ব্যবহার করা যায় আমরা সেটি করছি। কাটা পাহাড়ের রাস্তাও খুলে দেওয়া হয়েছে।এ বিষয়ে জানতে চাইলে প্রিমিয়ার ইউনিভার্সিটির রেজিস্ট্রার মোহাম্মদ ইফতেখার মনির বলেন, ‘আমি তো সরেজমিনে যাইনি। তবে শিক্ষার্থীদের বলেছিলাম যাতে সড়কে চলাচলে বাধা সৃষ্টি না হয়। আর বিষয়টি অনুমতি নিতে বলেছিলাম। তারা বলেছে, সংশ্লিষ্টদের অনুমতি নেওয়া হয়েছে।এদিকে বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টিবোর্ডের চেয়ারম্যান এবং চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেনের যোগাযোগ করা হলেও তিনি সাড়া দেননি। তবে একটি নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, শিক্ষার্থীদের আগেই তিনি জানিয়েছেন সড়কে বাধা সৃষ্টির মতো যদি কোনো অসুবিধা হয় তাহলে তিনি অনুষ্ঠানে অংশ নেবেন না।