সোমবার, এপ্রিল ৭, ২০২৫

চান্দগাঁও চোর চক্রের এক সদস্য আটক

নুর উদ্দিন রিফাত নামে এক চোর চক্রের সদস্য আটক

চান্দগাঁও থানা পুলিশের অভিযানে মোটরসাইকেল চোর চক্রের সক্রিয় এক সদস্য গ্রেফতার ও ০১ টি মোটরসাইকেল উদ্ধার।অফিসার ইনচার্জ চান্দগাঁও থানা জনাব মোঃ আফতাব উদ্দিন এর নেতৃত্বে এসআই (নি:) জালাল আহমেদ এসআই/(নিঃ) মোঃ আনিসুর রহমান সঙ্গীয় ফোর্স সহ  গত বৃহস্পতিবার  সকাল ০৭:৫০ ঘটিকার সময় চকবাজার থানা এলাকায়  অভিযান করেন  চান্দগাঁও থানার মামলা নং- ধারা-১৪৩/৩৪১/৩২৩/৩৮৫/৩৭৯/৫০৬ আসামী নুর উদ্দিন রিফাত (২৪), পিতা-নুরুল ইসলাম, মাতা-রিজিয়া আক্তার, সাং-কমিশনার পাড়া, ইসমাইলের বাপের বাড়ী, ১৮নং ওয়ার্ড, রাহাত্তারপুল, থানা-বাকলিয়া, জেলা-চট্টগ্রামকে গ্রেফতার পূর্বক তাহার হেফাজত হইতে সূত্রোক্ত মামলার চোরাই হওয়া ০১টি মোটরসাইকেল উদ্ধার করেন।উদ্ধারকৃত মোটরসাইকেল গাড়ী।একটি ডিসকভার মোটর সাইকেল, যাহার রেজিঃ নং-চট্টমেট্টো-হ-১৮-৪১৫১।

সর্বাধিক পঠিত