বৃহস্পতিবার, এপ্রিল ৩, ২০২৫

ছাত্রদল খড়কুটা নয় যে বাতাসে উড়ে যাবে; পানিতে ভেসে যাবে: ইবি প্রো ভিসি

 

ইবি প্রতিনিধি:

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রো ভিসি অধ্যাপক ড. এম এয়াকুব আলী বলেছেন, আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি- বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ছাড়া বাংলাদেশের অন্য কোনো সংগঠনে এতো নেতাকর্মী, এতো মেধাবী ছিল না। আমি বলে দিতে চাই- ছাত্রদল খড়কুটা নয় যে বাতাসে উড়ে যাবে, ফ্যানা নয় পানিতে ভেসে যাবে, ধুলিকণা নয় সামান্য বৃষ্টিতে মাটিতে মিশে যাবে।

শনিবার (১৫ মার্চ) বিশ্ববিদ্যালয়ে শাখা ছাত্রদলের আয়োজিত গণ ইফতার কর্মসূচিতে এসব মন্তব্য করেন তিনি।

প্রো ভিসি আরও বলেন, চাইলেও ছাত্রদলকে কেউ দাবিয়ে রাখতে পারবে না। শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয়কে বিশ্বমানে নিয়ে যেতে হলে তাঁর আদর্শকে এখানে প্রতিষ্ঠিত করতে হবে। যদি জিয়াউর রহমানের নাম নিতে কারো অস্বস্তি লাগে, আমি কটুকথা বলব না; তবে জিয়াউর রহমানের স্বপ্নের বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় যদি কেউ বাধা প্রদান করে, আমি আমার মৃত্যুদণ্ড মেনে নেব।

এসময় ক্যাম্পাসের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী, আনসার, ভ্যানচালক ও দোকানীসহ প্রায় ২২০০ মানুষের মাঝে মাঝে ইফতার বিতরণ করা হয়েছে বলে জানান সংগঠনটি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ, উপ-উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী, ধর্মতত্ত্ব অনুষদের ডিন অধ্যাপক ড. আবম সিদ্দিকুর রহমান আশ্রাফী, ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. ওবায়দুল ইসলাম, প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান, কলা অনুষদের ডিন অধ্যাপক ড. এমতাজ হোসেন, অধ্যাপক ড. মতিনুর রহমান, অধ্যাপক ড. তোজাম্মেল হোসেন, জিয়া পরিষদের সাধারণ সম্পাদক অধ্যাপক রফিকুল ইসলাম এবং অধ্যাপক ড. রাশেদুজ্জামান-সহ বিএনপিপন্থী শিক্ষক-কর্মকর্তারা।

সর্বাধিক পঠিত