শনিবার, এপ্রিল ১২, ২০২৫

ছাত্রলীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধের দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আল্টিমেটাম

ছাত্রলীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ করার দাবিতে আন্দোলনে নামার ঘোষণা দিয়েছে শিক্ষার্থীদের সংগঠন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। অন্তর্বর্তীকালীন সরকারকে তারা আগামী সোমবার (১৪ অক্টোবর) পর্যন্ত সময় দিয়েছে। এ সময়ের মধ্যে নিষিদ্ধ না করলে, মঙ্গলবার (১৫ অক্টোবর) থেকে চট্টগ্রামে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তারা।

রোববার (১৩ অক্টোবর) সকালে চিটাগং ট্রিবিউনের সঙ্গে আলাপকালে সংগঠনটির কেন্দ্রীয় সমন্বয়ক রাসেল আহমেদ বলেন, “কোটা আন্দোলন ছিলো সাধারণ শিক্ষার্থীদের ন্যায্য অধিকার আদায়ের লড়াই। কিন্তু ছাত্রলীগ এই যৌক্তিক আন্দোলনের বিরুদ্ধে অবস্থান নিয়ে আন্দোলনকারীদের ওপর হামলা চালায়। তারা আধুনিক ও দেশীয় অস্ত্র ব্যবহার করে আমাদের বোনদেরকে রক্তাক্ত করেছে, ভাইদেরকে গুলি করে শহীদ করেছে। এটি কোনো ছাত্র সংগঠন নয়, বরং ছাত্রলীগ একটি সন্ত্রাসী সংগঠন।”

তিনি আরও বলেন, “গত ১৬ জুলাই চট্টগ্রামে শিক্ষার্থীদের শান্তিপূর্ণ কর্মসূচিতে ছাত্রলীগ সশস্ত্র হামলা চালায় এবং রক্তপাতের সূচনা করে। এরপর ৩৬ জুলাই পর্যন্ত প্রতিদিনই শিক্ষার্থীদের ওপর নির্মম হামলা চালিয়ে চট্টগ্রাম, ফেনী এবং কুমিল্লায় ২০ জনের বেশি শিক্ষার্থীকে হত্যা করা হয়। তাই আমরা চট্টগ্রাম থেকেই এই সন্ত্রাসী সংগঠনকে নিষিদ্ধ করার দাবিতে আন্দোলন শুরু করার ঘোষণা দিয়েছি। এটি শিক্ষার্থীদের প্রাণের দাবি।”

রাসেল আহমেদ আরও অভিযোগ করেন, “গত ১৬ বছর ধরে ছাত্রলীগ বিশ্ববিদ্যালয়গুলোর হলগুলোকে নিজেদের দখলে রেখে সেগুলোকে মিনি ক্যান্টনমেন্টের মতো ব্যবহার করেছে। দূর-দূরান্ত থেকে আসা শিক্ষার্থীদের বাধ্য হয়ে তাদের সন্ত্রাসী কর্মকাণ্ডে অংশ নিতে হতো। ছাত্রলীগের ‘হলরুম-গেস্টরুম কালচার’ শিক্ষার্থীদের অমানবিক করে তুলেছিল, যার পরিণতিতে আবরার ফাহাদের মতো মেধাবীরা প্রাণ হারিয়েছেন।”

সরকারকে আল্টিমেটাম দিয়ে তিনি বলেন, “আগামী সোমবারের (১৪ অক্টোবর) মধ্যে ছাত্রলীগকে নিষিদ্ধ করা না হলে, মঙ্গলবার থেকে আমরা চট্টগ্রামের রাজপথে কঠোর আন্দোলনে নামবো। এছাড়া আওয়ামী লীগের অন্যান্য সহযোগী সংগঠন ও তাদের সমর্থকদের নিষিদ্ধের দাবিতে আন্দোলন অব্যাহত থাকবে।”

সংবাদ: চিটাগং ট্রিবিউন

 

সর্বাধিক পঠিত