ছোট সাজ্জাদের সহযোগী আসিফসহ ০৬ (ছয়) জন গ্রেফতার
চট্টগ্রাম অফিস
বায়েজিদ বোস্তামী থানার পুলিশের অভিযানে ছোট সাজ্জাদের সহযোগী আসিফসহ ০৬ (ছয়) জন দুর্ধর্ষ ডাকাত আটক ও আগ্নেয়াস্ত্র সহ বিভিন্ন ধরনের অস্ত্র উদ্ধার:গত ২৭/০১/২০২৫ইং তারিখ ২০.২০ ঘটিকার সময় বায়েজিদ বোস্তামী থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ আরিফুর রহমান সঙ্গীয় অফিসার ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে বায়েজিদ বোস্তামী থানাধীন কুলগাঁও খলিল শাহ মাজার সংলগ্ন তিন রাস্তার মোড় ইউসুফের বাড়ীর ২য় তলায় (উত্তর পাশের শেষ রুম) অভিযান পরিচালনা করে ডাকাতির প্রস্তত্তিকালে আসামী ১। মোঃ আসিফ (২২), ২। মোঃ হাসান (২০), ৩। মোঃ ফয়সাল (১৯), ৪। মোঃ আজিম উদ্দিন (২৩), ৫। মোঃ রিফাদ (১৯), ৬। মোঃ জুয়েল (২০)’দেরকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত আসামীদের হেফাজত হতে ডাকাতি কাজে ব্যবহৃত ১টি দেশীয় তৈরী আগ্নেয়াস্ত্র (এলজি), ৩টি হাসুয়া, ৬টি কিরিচি, ২টি চাইনিজ কুড়াল, ২টি কাটার, ১টি ড্রিল মেশিন, ৬টি এন্ড্রয়েড মোবাইল, ৪টি বাটন মোবাইল, ৫টি ডেমো মোবাইল, ১টি ইলেকট্রিক শট, ১টি মনিটর, ৩টি হাত ঘড়ি, ৮টি এটিএম কার্ড, ১টি হ্যান্ড ব্যাগ, ১টি সাদা প্লাস্টিকের বস্তা উদ্ধার পূর্বক জব্দ করা হয়। গ্রেফতারকৃত আসামীরা বিভিন্ন তারিখ ও সময়ে বায়েজিদ বোস্তামী থানা এলাকার বিভিন্ন জায়গায় কুখ্যাত সন্ত্রাসী ছোট সাজ্জাদের নেতৃত্বে অস্ত্রের ভয় দেখিয়ে মারধর করে বিভিন্ন পথচারী কাছ থেকে উপরোক্ত মোবাইল, টাকা পয়সা, ঘড়ি, এটিএম কার্ডসহ বিভিন্ন মূল্যবান জিনিসপত্র ছিনতাই করে আসছিল। আসামীদের এর বিরুদ্ধে চুরি, ছিনতাই ও ডাকাতি সংক্রান্তে পূর্বের মামলা রয়েছে।