সোমবার, এপ্রিল ৭, ২০২৫

জালালাবাদ ইউনিয়ন পরিষদে ব্যতিক্রমী ভোটার হালনাগাদ কার্যক্রম

 

বশিরুজ্জামান, ঈদগাঁওঃ

ঈদগাঁও উপজেলার ৫নং জালালাবাদ ইউনিয়ন পরিষদে শুরু হয়েছে ভোটার হালনাগাদ কর্মসূচির ছবি তোলার কার্যক্রম। সাধারণত যেখানে বিশৃঙ্খলা লেগে থাকার কথা সেখানেই দেখা গেছে সম্পূর্ণ ভিন্নচিত্র। পরিষদের প্রাঙ্গণ জুড়ে শৃঙ্খলার সাথে লাইনে বসে আছেন সেবা নিতে আসা নতুন ভোটাররা। নারীদের নিরাপত্তার জন্য নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা। প্রতিটি প্রবেশদ্বারে রয়েছে গ্রাম পুলিশ, যাতে বাইরের কোনো পুরুষ প্রবেশ করতে না পারে। নারী ও পুরুষদের জন্য আলাদা সময়সূচী নির্ধারণ করায় কেউই বিড়ম্বনায় পড়ছেন না। এ ছাড়া ভোটারদের জন্য রাখা হয়েছে নাস্তা ও কোমল পানীয়ের ব্যবস্থাও।

সেবা প্রার্থীদের দ্রুত ও সহজ সেবা নিশ্চিত করতে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর তাজ জনি নিজেই সবকিছু তদারকি করছেন। পরিষদে আসা প্রতিটি মানুষের সমস্যা শুনে দ্রুত সমাধানের চেষ্টা করছেন তিনি। এমন ব্যতিক্রমী ও জনবান্ধব উদ্যোগ নিয়ে এলাকায় আলোড়ন সৃষ্টি করেছেন চেয়ারম্যান। তার সৌহার্দ্যপূর্ণ আচরণ ও উদারতা ইউনিয়নবাসীর কাছে প্রশংসিত হয়েছে।

জালালাবাদ ইউনিয়ন পরিষদকে আধুনিক ও মডেল পরিষদ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কাজ করে যাচ্ছেন চেয়ারম্যান আলমগীর তাজ জনি। প্রযুক্তির ব্যবহার বাড়িয়ে পরিষেবাগুলো আরও সহজ ও ডিজিটালাইজড করতে তার রয়েছে বিশেষ পরিকল্পনা। তার এই দৃষ্টিভঙ্গি ইউনিয়ন পরিষদের উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচন করতে পারে বলে মনে করছেন স্থানীয়রা।

সর্বাধিক পঠিত