বৃহস্পতিবার, এপ্রিল ৩, ২০২৫

টিসিবির ট্রাকসেলে বাড়তি সুবিধা, এবার ৪শ’ জন পাবে পণ্য

মো: তানজিম হোসাইন, স্টাফ রিপোর্টার

নিত্যপণ্যের লাগামহীন দাম রুখতে টিসিবি তাদের ট্রাকসেল কার্যক্রমে বড় পরিবর্তন এনেছে। এতদিন প্রতি ট্রাকে ২০০ জনের জন্য পণ্য বরাদ্দ থাকলেও, এখন থেকে ৪০০ জনের জন্য পণ্য সরবরাহ করা হবে। একইসঙ্গে কিছু পণ্যের পরিমাণ বাড়ানো হয়েছে, যাতে ক্রেতারা আরও উপকৃত হন।

টিসিবির চট্টগ্রাম অফিস জানিয়েছে, প্রতিদিন নগরীর ২০টি পয়েন্টে ট্রাকসেল পরিচালিত হচ্ছে। নতুন নিয়ম অনুযায়ী, ১ কেজি খেজুরের দাম ১৫৫ টাকা, ২ কেজি ছোলা ১২০ টাকা, ১ কেজি চিনি ৭০ টাকা, ২ লিটার তেল ২০০ টাকা এবং ২ কেজি মসুর ডাল ১২০ টাকায় বিক্রি হবে।

এছাড়া, এবারই প্রথমবারের মতো কক্সবাজার, খাগড়াছড়ি, রাঙামাটি ও বান্দরবানে ট্রাকসেল কার্যক্রম শুরু হচ্ছে, যা এর আগে চালু ছিল না।

চট্টগ্রামে জানুয়ারি মাসে স্মার্ট ফ্যামিলি কার্ড সক্রিয় না থাকায় ট্রাকসেলের কার্যক্রম বন্ধ ছিল। তবে ফেব্রুয়ারির ১০ তারিখ থেকে পুনরায় কার্যক্রম শুরু হয়। এবার আরও বেশি সংখ্যক মানুষের কাছে স্বল্পমূল্যের পণ্য পৌঁছে দিতে টিসিবি প্রস্তুত।

সর্বাধিক পঠিত