শুক্রবার, এপ্রিল ৪, ২০২৫

তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে

ইউক্রেনের সাবেক সামরিক কমান্ডার ভ্যালারি জালুঝনি দাবি করেছেন যে চলতি বছরেই তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে। সম্প্রতি ইউক্রেনস্কা প্রাভদার আয়োজিত ‘ইউপি১০০’ পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি এই মন্তব্য করেন। বর্তমানে যুক্তরাজ্যে ইউক্রেনের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করছেন জালুঝনি।

তার ভাষ্যমতে, রাশিয়ার মিত্র দেশগুলোর সরাসরি ইউক্রেন সংঘাতে জড়িয়ে পড়া বৈশ্বিক যুদ্ধের স্পষ্ট ইঙ্গিত। তিনি জানান, উত্তর কোরিয়ার সেনারা ইউক্রেনের ফ্রন্টলাইনে সক্রিয়ভাবে অংশ নিচ্ছে এবং ইরানি শাহেদি ড্রোন ব্যবহার করে বেসামরিক নাগরিকদের ওপর হামলা চালানো হচ্ছে। এছাড়াও চীনা অস্ত্রের উপস্থিতির কথা উল্লেখ করেন তিনি।

জালুঝনি ইউক্রেনের মিত্র দেশগুলোকে সতর্ক করে বলেন, সংঘাতটি ইউক্রেনের সীমানার মধ্যেই সীমাবদ্ধ রাখা সম্ভব, তবে অংশীদার দেশগুলো যথাযথ পদক্ষেপ নিতে ব্যর্থ হলে পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করবে।

অন্যদিকে, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানিয়েছেন যে ইউক্রেন সংঘাত একটি আঞ্চলিক যুদ্ধ থেকে বৈশ্বিক সংঘাতে রূপ নিতে চলেছে। তিনি পশ্চিমা দেশগুলোকে সতর্ক করে বলেন, রাশিয়ার সামরিক স্থাপনায় হামলায় ব্যবহৃত অস্ত্রের উৎসস্থলকেও আঘাত করার অধিকার রয়েছে রাশিয়ার। পুতিন আরও বলেন, ‘যদি আগ্রাসন বাড়ে, রাশিয়া উপযুক্ত জবাব দেবে।’

বিশ্লেষকরা মনে করছেন, পশ্চিমা অস্ত্রের ব্যবহার এবং রাশিয়ার পাল্টা প্রতিক্রিয়া বিশ্বকে নতুন এক সংঘাতময় পরিস্থিতির দিকে ঠেলে দিচ্ছে। কিছু প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, রাশিয়ার পক্ষে লড়াই করছে উত্তর কোরিয়ার প্রায় ১০ হাজার সেনা এবং ইরানি ড্রোনগুলোও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে

সর্বাধিক পঠিত