বৃহস্পতিবার, এপ্রিল ৩, ২০২৫

দশদোনা কান্দাহাটি জামিয়া ইসলামিয়া দারুল উলুম মাদ্রাসায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

 

মেহেদী হাসান মেহের বাঞ্ছারামপুর প্রতিনিধি

কুরআনের শিক্ষায় রয়েছে আল্লাহর প্রতি সম্পূর্ণ আস্থা, যা আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে সাফল্যের পথে নিয়ে যায়। কুরআন হলো আল্লাহর পক্ষ থেকে একটি জীবন্ত মিরাকেল, যা প্রতিটি যুগে মানুষকে পথ দেখায়।

ভর্তির কার্যক্রমকে সামনে রেখে আজ শুক্রবার (২৮ মার্চ) বাদ মাগরিবে দশদোনা কান্দাহাটি জামিয়া ইসলামিয়া দারুল উলুম মাদ্রাসায় দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়, উক্ত মাহফিলটি পরিচালনা করেন উক্ত মাদ্রাসার পরিচালক ও প্রিন্সিপাল হাফেজ মাও আব্দুল জলিল আনছারী, এই মাহফিলে উপস্থিত ছিলেন অত্র এলাকার মো: শরিফ, মো: সবুজ, মো: বাহরুল স্যার, মো: হৃদয়, মো: আরিফ, প্রান্ত ও আরো অনেকে।

উক্ত মাহফিলে বক্তব্য রাখেন অত্র মাদ্রাসার পরিচালক প্রিন্সিপাল হাফেজ মাও আব্দুল জলিল আনছারী, তিনি বলেন, আপনার বাচ্চাকে দিনি শিক্ষায় শিক্ষিত করতে চাইলে আমাদের মাদ্রাসায়
পাঠাতে পারেন এখানে প্লে থেকে ৫ম শ্রেণি পর্যন্ত বাংলা, ইংরেজি, আরবি, বিষয়ে, আবাসিক/অনাবাসিক, ডে কেয়ার, বালক/বালিকা শাখায় চারটি বিভাগে ভর্তি চলছে ১. আদর্শ নূরানী বিভাগ, ২. আদর্শ নাজেরা বিভাগ ৩. হিফজুল কুরআন বিভাগ, ৪. হিফজ রিভিশন বিভাগ

দেশের শীর্ষস্থানীয় হক্কানী ওলামায়ে কেরামগণের তত্বাবধানে পরিচালিত। মাদরাসাটি বাংলাদেশ বেফাকুল মাদারিছিল আরাবিইয়্যা বাংলাদেশ (কওমী মাদ্রাসা শিক্ষাবোর্ড) এর তত্ত্বাবধানে পরিচালিত, সুতরাং এ মাদরাসা থেকে বেফাক পরীক্ষায় অংশ গ্রহণের সুযোগ রয়েছে।

এটি ইসলাম ও জেনারেল শিক্ষার সমন্বয়ে এক অনন্য প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানটি দশদোনা বড়বাড়ির কবরস্থানের পাশে অবস্থিত।

সর্বাধিক পঠিত