
এম মহাসিন মিয়া (খাগড়াছড়ি)
খাগড়াছড়ির দীঘিনালায় বোয়ালখালী ইউপির বামাচরণ ত্রিপুরা পাড়ায় হতদরিদ্র ও অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করেছে খাগড়াছড়ি রিজিয়নের দীঘিনালা সেনা জোন।
২০ জানুয়ারী (সোমবার) দুপুরে উপজেলার বোয়ালখালি ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের বামাচরণ ত্রিপরাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে উপকার ভোগীদের মাঝে এসব শীতবস্ত্র তুলে দেন দীঘিনালা সেনা জোন অধিনায়ক লে. কর্ণেল ওমর ফারুক (পিএসসি)। এ সময় সাথে ছিলেন, বেতছড়ি আর্মি ক্যাম্প কমান্ডার সিনিয়র ওয়ারেন্ট অফিসার মোহাম্মদ কামাল হোসেন।
সেনাবাহিনী কর্তৃক বিনামূল্যে শীতবস্ত্র পেয়ে কৃতজ্ঞতা জানান উপকার ভোগীরা।