বৃহস্পতিবার, এপ্রিল ৩, ২০২৫

দ্রুত সংস্কার কাজ শেষ করে নির্বাচন দিতে বললেন দীপন তালুকদার দীপু

 

হুমায়ুন রশিদ, বাঘাইছড়ি প্রতিনিধি

অন্তর্বর্তী সরকারকে দ্রুত জরুরি সংস্কার কাজ শেষ করে নির্বাচন দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল রাঙামাটি জেলা শাখার সভাপতি জনাব দীপন তালুকদার দীপু।বাঘাইছড়ি উপজেলা বি এন পির মারিশ্যা ইউনিয়ন ও পৌর বি এন পি’র ৩ নং ওয়ার্ডের যৌথ উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। উপস্থিত প্রায় দেড় হাজার নেতাকর্মীদের আগামীর নির্বাচনের জন্য জনগণের আস্থা অর্জনে তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী কাজ করার আহ্বান জানান। বক্তব্যে তিনি আরো উল্লেখ করেন দেশের বৃহত্তর স্বার্থে দ্রুত সংস্কার কাজ শেষ করতে হবে। নিশ্চিত করতে হবে গণতন্ত্র।অন্তর্বর্তীকালীন সরকারের ব্যার্থতার কারণে স্বৈরাচার আওয়ামী লীগের পুনরুত্থান হলে পরিস্থিতি আরও জটিল হবে বলে জানান তিনি।তাই কোন অবস্থাতেই যেন নির্বাচন বিলম্বিত না হয় সেদিকে অন্তর্বর্তীকালীন সরকারকে খেয়াল রাখার পরামর্শ দেন ।দেশের জনগণের ভোটে নির্বাচিত সরকার গঠিত হলে তারা জনগনের আস্থার প্রতিদান দিতে কাজ করবে। এতে জনগণের দুর্ভোগ দূর্দশা দূর হবে বলে আশা রাখেন তিনি।অন্যদিকে সংস্কারের নামে নির্বাচন পেছানো হলে বর্তমান সরকার জনগণের আস্থা হারাবে এবং দেশ অস্থিতিশীল পরিস্থিতিতে পড়তে পারে বলে আশংকা প্রকাশ করেন তিনি।
বৃহত্তর মুসলিম ব্লক এলাকায় স্কুল মাঠে আয়োজিত এই ইফতার মাহফিলে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন বাঘাইছড়ি পৌর বি এন পি’র সভাপতি ও রাঙামাটি জেলা বি এন পি’র সহ-সভাপতি জনাব নিজাম উদ্দিন বাবু। বিশেষ অতিথি হিসেব উপস্থিত ছিলেন বাঘাইছড়ি উপজেলা বি এন পি’র সভাপতি ও রাঙামাটি জেলা বি এন পির যুগ্ম সম্পাদক জনাব ওমর আলী, রাঙামাটি জেলা বি এন পি’র যুগ্ম সম্পাদক দেব জৌতি চাকমা, উপজেলা বি এন পি’র সাধারণ সম্পাদক জনাব জাবেদুল আলম, সাংগঠনিক সম্পাদক জনাব বদিউল আলম, পৌর বি এন পির সাংগঠনিক সম্পাদক জনাব নুরুল আলম ও রাঙামাটি জেলা কৃষক দলের সাধারন সম্পাদক জনাব রবিউল ইসলাম বাবলু।
উক্ত ইফতার মাহফিল পূর্ব আলোচনায় সঞ্চালনা করেন বাঘাইছড়ি পৌর বি এন পি’র সাধারণ সম্পাদক জনাব রহমত উল্লাহ খাজা।

সর্বাধিক পঠিত