শুক্রবার, এপ্রিল ৪, ২০২৫

নতুন ছাত্র সংগঠনের সংগঠক হলেন কক্সবাজারের ছেলে নাহিদ

নিজস্ব প্রতিবেদক:

জুলাই গণঅভ্যুত্থানে নেতৃত্বদানকারী ছাত্রদের নিয়ে গঠিত “বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ” পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেছে আজ। এই কমিটির সংগঠক হলেন কক্সবাজারের ছেলে নুরুল ইসলাম নাহিদ।

আজ বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টায় ঢাবির মধুর ক্যান্টিনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পূর্ণাঙ্গ কমিটির নাম ঘোষণা করেন সংগঠনটির আহ্বায়ক আবু বাকের মজুমদার।

কমিটির আহ্বায়ক, সদস্য সচিব, যুগ্ম আহ্বায়ক ও যুগ্ম সদস্য সচিব পদপ্রাপ্তদের নাম ঘোষণা করেন সংগঠনটির আহ্বায়ক আবু বাকের মজুমদার। অন্যান্যদের নাম ঘোষণা করেন সংগঠনটির মুখ্য সংগঠক তাহমিদ আল মুদাসসির চৌধুরী।

এই কমিটির সংগঠক হলেন কক্সবাজারের ছেলে নুরুল ইসলাম নাহিদ। তিনি জুলাই গণঅভ্যুত্থানে সামনের সারির একজন যোদ্ধা।

প্রসঙ্গত উল্লেখ্য যে, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে কবি জসিম উদ্দিন হলের আবাসিক শিক্ষার্থী এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সহ-সমন্বয়ক।

সর্বাধিক পঠিত