শনিবার, এপ্রিল ৫, ২০২৫

নাসিরনগরের কুন্ডায় এম.এ.হান্নানের সমর্থনে বিএনপির বিশাল জনসভা অনুষ্ঠিত

নিহারেন্দু চক্রবর্তী, নাসিরনগর, ব্রাহ্মণবাড়িয়াঃ 

 

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার কুন্ডা ইউনিয়ন বিএনপির উদ্যোগে মননোয়ন প্রত্যাশী এম এ হান্নানের সমর্থনে একটি বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানে তারেক রহমানের ৩১দফা বাস্তবায়নের লক্ষ্যে শনিবার (৮ ফেব্রুয়ারি) বিকালে কুন্ডা ইউনিয়ন বিএনপি উদ্যোগে কুন্ডা উচ্চ বিদ্যালয়ের মাঠে এ জনসভাটি অনুষ্ঠিত হয়।

কুন্ডা ইউনিয়ন বিএনপি সভাপতি ও উপজেলা বিএনপির সহ সভাপতি মো. নজরুল ইসলামের সভাপতিত্বে ও সোহাগ চৌধুরীর যৌথ সঞ্চালনায় জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাসিরনগর উপজেলা বিএনপির সভাপতি ও বিএনপির মননোয়ন প্রত্যাশী এম.এ হান্নান।

এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি একেএম খালেদ, সহ-সভাপতি ইব্রাহিম ভুইঁয়া (রেনু), সাবেক উপজেলা বিএনপির সদস্য সচিব আজিজুল রহমান চৌধুরী, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মো. জামাল আহাম্মেদ,বিএনপি নেতা সৈয়দ আবু সারোয়ার,হরিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি তিতন ফকির,কুন্ডা ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মাসুদুর রহমান চৌধুরী, জেলা কৃষকদলের যুগ্ম আহ্বায়ক নুরে আলম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. নজরুল ইসলাম, উপজেলা ছাত্রদল নেতা আবদুল্লাহ আল মামুন, শরিফুল ইসলাম ভুইঁয়া, নাসিরনগর সরকারি কলেজ শাখার ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক মো. শাকিল সিদ্দিকী, তাতীদলের আহ্বায়ক মো. আব্বাস মিয়া, চাতলপাড় বিএনপি নেতা গিয়াসউদ্দিন, মামুন ভূইয়া, অ্যাডভোকেট আরাফাত উল্লাহ প্রমূখ।

এ সময় ইউনিয়নের বিভিন্ন গ্রাম থেকে শত শত মানুষ মিছিল নিয়ে জনসমাবেশ স্থলে মিলিত হতে থাকে।

সমাবেশে বক্তারা আগামীতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দেশ এগিয়ে নেয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

সর্বাধিক পঠিত