নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া)প্রতিনিধি:
পবিত্র মাহে রমজান উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে সরাসরি কৃষকের কাছ থেকে সবজি ক্রয় করে ন্যায্যমূল্যে সবজি বিক্রয়ের কার্যক্রম শুরু করা হয়েছে ।শনিবার (১৫মার্চ ) সকাল ১১টায় উপজেলার পিটিআই মার্কেটের সামনে উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক কেএম মারজান তুষার ব্যক্তিগত উদ্দ্যোগে এ কার্যক্রম শুরু করেন।
এ কার্যক্রমের উদ্ভোধন কালে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কেএম বশির উদ্দিন তুহিন। বলেন,দেশের বিভিন্ন জায়গায় সিন্ডিকেটের কারণে সবজি কিনতে গিয়ে মধ্যবিত্ত ও নিম্নবিত্ত মানুষ নাজেহাল হয়ে যায়।রমজান মাসে বাজারের বিভিন্ন সিন্ডিকেটের বিষয়ে বর্তমান অন্তবর্তী সরকারের পাশাপাশি আমাদের দলীয় নেতাকর্মীদেরকেও এ বিষয়ে সজাগ দৃষ্টি রাখতে হবে। তবে রমজান মাসে নাসিরনগর উপজেলার ছাত্রদল নেতাকর্মীদের ন্যায্যমূল্যে সবজি বিক্রয়ের এ উদ্যোগকে আমরা স্বাগত জানাই।
ন্যায্যমূল্যে সবজি বিক্রয়ের সময়ে উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক এমএ মঈন,নাসিরনগর সদর ইউনিয়ন ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি মামুন আহমেদ,উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য কেএম নাছির,বুড়িশ্বর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক সোয়াব খান,নাসিরনগর সরকারি কলেজের ছাত্রদলের যুগ্ম আহবায়ক ইশতিয়াক আহমেদ তপু ও ছাত্রদল নেতা মো.আরিফুলসহ আরো অনেকে।
রমজান মাসে নাসিরনগরে ন্যায্যমূল্যে সবজি বিক্রয়ের মূল উদ্দ্যোক্তা ও ছাত্রদল নেতা এম মারজান জানান, বর্তমানে বাজার মূল্য আসলে অনেক বেশি।তাই আমার ব্যক্তিগত উদ্দ্যোগে পবিত্র মাহে রমজান মাস উপলক্ষে সাধারন মানুষের মাঝে ন্যায্যমূল্যে শাক সবজি পৌঁছে দিতে উপজেলা ছাত্রদলের নেতাকর্মীদের নিয়ে আমি এই কার্যক্রম শুরু করেছি।আশা করছি ,সারা রমজান মাসব্যাপী আমাদের এই কার্যক্রম অব্যাহত রাখতে পারবো।
সবজি কিনতে আসা ক্রেতা সোনালী ব্যাংকের ব্যবস্থাপক অমিতাভ দাস জানান,এটি অবশ্যই প্রশংসনীয় উদ্যোগ।বাজার মূল্যের চেয়ে কম মূল্যে এখানে সবজি কিনতে পারছি।মানুষ স্বল্প মূল্যে যেখানে পাবে সেখান থেকেই বাজার করবে।
আরেকজন ক্রেতা জিয়াউর রহমান বলেন,রমজান মাস আসলেই সবজিসহ বিভিন্ন পন্যের দাম বেড়ে যায়।আমরাএ বিষয়ে সরকারের দৃষ্টি আকর্ষণ করছি,রমজান মাসে যেন বিভিন্ন অসাধু ব্যবসায়ীরা দ্রব্যমূল্যের দাম না বাড়াতে পারে।আমরা ন্যায্য দামে বাজার করতে চাই।