শুক্রবার, এপ্রিল ৪, ২০২৫

নাসিরনগর ভেজাল সার জব্দ, ব্যবসায়ীকে জরিমানা

নিহারেন্দু চক্রবর্তী, নাসিরনগর, ব্রাহ্মণবাড়িয়াঃ 

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় অভিযান চালিয়ে ৪৯ ব্যাগ ভেজাল সার জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় ভেজাল সার রাখার দায়ে ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

বুধবার (২২ জানুয়ারী) বিকালে নাসিরনগর উপজেলার দাঁতমন্ডল বাজারে এ অভিযান চালান উপজেলা সহকারি কমিশনার (ভূমি) কাজি রবিউস সারোয়ার। তিনি জানান, দাঁতমন্ডল বাজারের একটি দোকান ভেজাল সার মজুত করে বিক্রি করা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয়।

এ সময় দাঁতমন্ডল বাজারের ব্যবসায়ী আল কাওছার এর দোকান থেকে ৪৯ ব্যাগ ভেজাল ডিএপি সার জব্দ করা হয়। পরে ভেজাল সার মজুত ও বিক্রি করার দায়ে ওই ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া জব্দ ভেজাল সার নষ্ট করা হয়।

এ অভিযানকালে উপজেলা উপসহকারি কৃষি কর্মকর্তা ইমরান শাকিল,নাসিরনগর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পুতুল রাণী দাস, ইউপি সদস্য আক্কল ভূঁইয়া উপস্থিত ছিলেন।

সর্বাধিক পঠিত