শুক্রবার, এপ্রিল ৪, ২০২৫

নোয়াখালীতে সামাজিক সংগঠন টিম অব ভলেন্টিয়ার আয়োজিত ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

“সবাই মিলে খেলা করি, মাদক মুক্ত সমাজ গড়ি” এ প্রতিপাদ্য কে সামনে রেখে টিম অব ভলেন্টিয়ার কতৃক আয়োজিত ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

১৮ ই ডিসেম্বর রোজ বুধবার সকাল ১০ ঘটিকায় নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলাধীন ছয়ানী বালিকা উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে উক্ত ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছয়ানী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মোহাম্মদ মির হোসেন, ছয়ানী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মো: আলমগীর হোসেন এবং ছয়ানী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক জনাব হাবিবুর রহমান হাবিব।

উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সমাজসেবক তিতুমীর চৌধুরী, আলভি ইউনুস, মাহবুব তুহিন সহ খালিশপুর একতা ইসলামী সংগঠনের প্রতিনিধি এবং টিম অব ভলেন্টিয়ার সংগঠনের বিভিন্ন পর্যায়ের সদস্যবৃন্দ।

টিম অব ভলেন্টিয়ার সংগঠনের সভাপতি দুর্জয় ভৌমিক এর সঞ্চালনায় বিজয়ী, রানারআপ এবং অংশগ্রহন কারী সকল সদস্যদের জন্য ছিলো টিম অব ভলেন্টিয়ারের পক্ষ থেকে সার্টিফিকেট, মেডেল এবং সম্মাননা উপহার।

সর্বাধিক পঠিত