বৃহস্পতিবার, এপ্রিল ৩, ২০২৫

পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে বান্দরবানে প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিল হতে বস্ত্র বিতরণ

বান্দরবান প্রতিনিধি 

পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার তারাছা ইউনিয়নের ছাইংগ্যা দানেশ পাড়ায় দুই শত অসহায় ও গরিব পরিবারের মাঝে প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিল হতে বস্ত্র বিতরণ করা হয়েছে।
সকালে ছাইংগ্যা উত্তর দানেশ পাড়া জামে মসজিদ প্রাঙ্গনে এই অসহায় ও গরিব পরিবারের মাঝে বস্ত্র বিতরণ করা হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বস্ত্র বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার মো: সাইফুল ইসলাম। তারাছা ইউপি সদস্য মো: মোরশেদ আলম এর সভাপতিত্বে বস্ত্র বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আবদুল্লাহ আল আমিন, তারাছা ইউপি চেয়ারম্যান অনুমং মার্মা সহ প্রমুখ।
এসময় প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার মো: সাইফুল ইসলাম বলেন, বান্দরবানের জেলা প্রশাসক এর সার্বিক সহযোগিতায় প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিল হতে এই বস্ত্র বিতরণ করা হচ্ছে। তিনি আরো বলেন, দেশ ও জনকল্যাণে সকলকে ঐক্যবদ্ধ থেকে কাজ করতে হবে।

 

সর্বাধিক পঠিত