সোমবার, এপ্রিল ৭, ২০২৫

পান চোরের বিচার নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ!

পান চোরের বিচার নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ!

বাঁশখালী ( চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার পুইছড়ি ইউনিয়নের পূর্ব পুইছড়িতে পান চুরির ঘটনাকে কেন্দ্র করে মো. শহিদ উল্লাহ নামে এক ব্যক্তিকে চোর অপবাদ দিয়ে অপমান করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকাজুড়ে তীব্র আলোচনা-সমালোচনা চলছে।

গত ৩০ ডিসেম্বর রাত আনুমানিক ১১:৩০ মিনিটে পান চুরির অভিযোগে স্থানীয়রা আনিছ নামের এক ব্যক্তিকে হাতেনাতে ধরে। প্রায় এক ঘণ্টা জিজ্ঞাসাবাদ শেষে আনিছ আরও একজন, মান্নান, এ ঘটনায় জড়িত বলে স্বীকার করে। এ ঘটনার পর শহিদ উল্লাহর ছোট ভাই দুই চোরের মা-বাবাকে গালিগালাজ করেন বলে অভিযোগ উঠে। এর জেরে আনিছ ও মান্নান মিলে শহিদ উল্লাহকে পান চুরির ঘটনায় অভিযুক্ত করে, যা শহিদ উল্লাহর পরিবারের মতে সম্পূর্ণ ভিত্তিহীন।

অভিযুক্ত শহিদ উল্লাহ স্থানীয় মসজিদ ও কবরস্থানে গিয়ে কোরআন শরিফ মাথায় নিয়ে শপথ করে নিজেকে নির্দোষ দাবি করেন। তার পরিবার এ ঘটনাকে ষড়যন্ত্র ও অন্যায় বিচার হিসেবে বর্ণনা করছে।

পান সমিতির সভাপতি জানান, আনিছ, মান্নান, ও শহিদ উল্লাহর বিরুদ্ধে দুই চোরের স্বীকারোক্তি অনুযায়ী ১ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি তাদের পান চাষ, বরজে কাজ, এবং পান সমিতির সদস্য হওয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়। কেউ তাদের বরজে কাজ করতে দিলে সংশ্লিষ্ট বরজের মালিককে ৫ হাজর টাকা জরিমানা করা হবে বলে সতর্ক করা হয়েছে। সভাপতি জানান, এ সিদ্ধান্ত মূলত এলাকায় শান্তি বজায় রাখার জন্য নেওয়া হয়েছে, তবে পরবর্তী সময়ে বিষয়টি পুনর্বিবেচনা করা হবে।

শহিদ উল্লাহর পরিবার বাঁশখালী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে এবং ন্যায়বিচারের দাবি জানিয়েছে। থানার অফিসার ইনচার্জ জানান, অভিযোগটি তদন্তাধীন রয়েছে।

এলাকাবাসীর মধ্যে এ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। কেউ পান সমিতির সিদ্ধান্তকে সাধুবাদ জানালেও, শহিদ উল্লাহর পরিবারের অভিযোগ অন্যায়ের প্রতিবাদ হিসেবে গণ্য করছেন।

এই ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। সুষ্ঠু তদন্ত ও প্রশাসনের হস্তক্ষেপের মাধ্যমেই এ বিরোধের মীমাংসা সম্ভব বলে মনে করছেন স্থানীয়রা।

সর্বাধিক পঠিত