
এম মহাসিন মিয়া (খাগড়াছড়ি)
খাগড়াছড়ি জেলার সদর উপজেলার চেলাছড়া পাড়ায় বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষুধ দিয়েছ বাংলাদেশ সেনাবাহিনী।
সোমবার দুপুরে ২০৩ পদাতিক ডিভিশন খাগড়াছড়ি সেনা রিজিয়নের আয়োজনে এবং ৫ ফিল্ড এ্যাম্বুলেন্স’র ব্যবস্থাপনায় জেলার সদর উপজেলার পেরাছড়া ইউনিয়নের চেলাছড়া পাড়ার গীর্জার প্রাঙ্গণে অত্র এলাকার মানুষের মাঝে বিনামূল্যে এ চিকিৎসা সেবা প্রদান কার্যক্রমের উদ্বোধন করেন, খাগড়াছড়ি ৫ ফিল্ড এ্যাম্বুলেন্স’র অধিনায়ক লে. কর্ণেল মো. রাকিবুল ইসলাম। এ সময় প্রত্যন্ত চেলাছড়া গ্রামের ৩ শতাধিক নারী-পুরুষের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষুধ দেয়া হয়।
খাগড়াছড়ি ৫ ফিল্ড এ্যাম্বুলেন্স’র অধিনায়ক লে. কর্ণেল মো. রাকিবুল ইসলাম বলেন, চিকিৎসা মানুষের মৌলিক অধিকার। এই এলাকাটি দুর্গম হওয়ায় বায়ো-বৃদ্ধ অনেকেই চিকিৎসা নিতে জেলা শহরে যেতে পারেন না। তাই আমাদের বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষুধ দেয়া। এছাড়াও পাহাড়ে দুস্থ ও অসহায় মানুষের চিকিৎসা সেবা প্রদানে খাগড়াছড়ি সেনা রিজিয়ন বিনামূল্যে নিয়মিত মেডিকেল ক্যাম্পেইন পরিচালনা করে আসছে এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।
এ সময় ২০৩ পদাতিক ডিভিশন খাগড়াছড়ি সেনা রিজিয়নের জিএসও-২ মেজর জাবির সোবাহান মিয়াদ, খাগড়াছড়ি ডেপুটি সিভিল সার্জন রতন খীসা, মেডিসিন বিশেষজ্ঞ মেজর ডা. মো. আসিফ রুবাইয়াত, গাইনী বিশেষজ্ঞ মেজর ডা. তুর্ফা তুনাজ্জিনা, খাগড়াছড়ি প্রেস ক্লাবের সভাপতি তরুণ কুমার ভট্টাচার্য সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।