শুক্রবার, এপ্রিল ৪, ২০২৫

প্রধান শিক্ষক মোহাম্মদ মাঈন উদ্দিন কে স্বপদে বহাল করার নির্দেশ

 

ওবাইদুল হক (স্টাফ রিপোর্টার)

চট্টগ্রাম জেলার চকবাজার থানাধীন বাকলিয়া আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ মাঈন উদ্দিন কে স্বপদে বহাল করার নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, চট্টগ্রাম। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, চট্টগ্রাম এর বিদ্যালয় পরিদর্শক প্রফেসর ড. বিপ্লব গাঙ্গুলি কর্তৃক স্বাক্ষরিত এক পত্র/আদেশ সূত্রে এ তথ্য জানা যায়।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, শিক্ষা মন্ত্রণালয়ের বিগত ০৮/০৮/২০২৪ ইং তারিখের তারিখের প্রজ্ঞাপনের ভিত্তিতে প্রধান শিক্ষক মোহাম্মদ মাঈন উদ্দিন কে তাঁর বকেয়া বেতনভাতাদি সহ স্বপদে দায়িত্ব পালন করতে দেয়ার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বাকলিয়া আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি কে নির্দেশনা প্রদান করা হয়।

সর্বাধিক পঠিত