সোমবার, এপ্রিল ৭, ২০২৫

ফেনীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তিন মাদকসেবীর কারাদণ্ড

মশি উদ দৌলা রুবেল, ফেনী।

ফেনীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তিনজন মাদকসেবীকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করেন ফেনী সদরের সহকারী কমিশনার ভুমি সজিব তালুকদার।ফেনী সদরের সহকারী কমিশনার ভুমি সজিব তালুকদার রবিবার বিকেলে অভিযান চালিয়ে ফেনী পৌরসভার দশমীঘাট এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন,২০১৮ অনুযায়ী ০৪ (চার) জন মাদকসেবীকে দন্ড প্রদান করেন।এই সময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ফেনীর কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।অভিযুক্তদের বিভিন্ন পরিমাণে জরিমানার পাশাপাশি দুইজনকে ১৫ দিন করে এবং বাকী দুইজনকে ৩০ দিন করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।তিনি বলেন মাদকের বিরুদ্ধে অভিযোগ পাওয়া মাএই আমরা ব্যবস্থা নিব এতে কোন ছাড় নেই।মাদক একটা সমাজ,পরিবার,এবং দেশের তরুণ প্রজন্মের ধ্বংসের প্রধান কারন।ফেনী জেলা প্রশাসন এর পক্ষ থেকে মাদক সহ সামাজিক অপরাধের জন্য কোন ছাড় নেই।মাদক দ্রব্যের ব্যবহার প্রতিরোধে তথ্য দিয়ে সহযোগিতা করুন ফেনী জেলা প্রশাসনকে

সর্বাধিক পঠিত