আবু ছিদ্দিক, (আলীকদম) প্রতিনিধি
আলীকদম সোনাইছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি সংবলিত ব্যানারে বিজয় দিবস উদযাপন ও আলোচনা সভা ঘিরে এলাকায় তীব্র বিতর্কের সৃষ্টি হয়েছে।
১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের চেতনায় বিজয় দিবস উদযাপনের বদলে বিশেষ ব্যক্তিত্বের ছবি ব্যবহার করা নিয়েই উঠছে প্রশ্ন।
স্থানীয় নেটিজেন ও সমাজের বিভিন্ন স্তরের মানুষের অভিযোগ, দিবস উদযাপনে নির্দিষ্ট গোষ্ঠী বা ব্যক্তির প্রাধান্য দেওয়ার এই প্রবণতা মুক্তিযুদ্ধের সকল শহীদ ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদদের অবমাননা। তারা বলছেন, বিজয় দিবস জাতীয় একতার প্রতীক, যেখানে সকল মুক্তিযোদ্ধার অবদান সমভাবে স্বীকৃতি পেতে হবে।
একজন স্থানীয় বাসিন্দা বলেন, “বিজয় দিবস এমন একটি দিন, যা দলীয় রাজনীতির ঊর্ধ্বে। কিন্তু বঙ্গবন্ধুর ছবি সংবলিত ব্যানারে উদযাপন করার মাধ্যমে জাতীয় দিবসের মৌলিক চেতনা ক্ষুণ্ণ হয়েছে।”
এদিকে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের ফোন বন্ধ থাকায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। ওই বিদ্যালয়ের এক সহকারি শিক্ষক বলেন, "ব্যনারটি ২০২৩ সালের বিজয় দিবস উদযাপনের ব্যানার, ২০২৪ সালে বিজয় দিবস উদযাপনে কোন ব্যানার বিদ্যালয় থেকে ছাপানো হয়নি, প্রধান শিক্ষক ভুলবশত পুরাতন ব্যনারে বিজয় দিবস উদযাপন করে। এটি নজরে এলে তাৎক্ষণিক সেটা সরিয়ে নেওয়া হয়।"