
বাঁশখালীতে বিদায়ী শিক্ষার্থীদের দোয়া ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত!
বাঁশখালী প্রতিনিধি
(২৩) নভেম্বর সকাল ৯ টায় খানখানাবাদ ইউনিয়নের অন্তর্গত ঐতিহ্যবাহী পূর্ব ডোংরা শাহ পলোওয়ান রহমানিয়া ইবতেদায়ী মাদ্রাসা হেফজখানা ও এতিমখানার ২০২৪ সালের বিদায়ী শিক্ষার্থীদের দোয়া ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বক্তারা বলেন,পড়াশোনার মান উন্নয়নের লক্ষে ভবিষ্যতে মাদ্রাসা ও ছাত্র/ছাত্রীদের জন্য সাবিক সহযোগিতা অব্যহত থাকবে বলে জানান,
উপস্থিত অবিভাবকরা বলেন, এই রকম একটি অবহেলিত জনপদ থেকে আমাদের ছেলে মেয়েদের সুদক্ষ নাগরীক ও সুশিক্ষায় শিক্ষিত করার লক্ষে শিক্ষক শিক্ষিরা দিনরাত যে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে নিঃসন্দেহে প্রশংসার দাবীদার আমরা আমাদের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।
এ সময় মাদ্রাসার প্রাক্তন ছাত্র ছাত্রীরাও উপস্থিত ছিলেন।
অত্র মাদ্রাসার সিনিয়র সহ-সভাপতি জনাব
মোঃ রেজাউল করিমের সভাপতিত্বে ও
অত্র মাদ্রাসার প্রধান শিক্ষক জনাব মোঃ মুজিবুর রহমানের সঞ্চালনায় উদ্বোধক হিসেবে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন অত্র মাদ্রাসার সাধারন সম্পাদক রবিউল হোসেন রাসেল।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন অত্র মাদ্রাসার সিনিয়ার সহ-সভাপতি মুস্তাকিমুল হক ও সিনিয়ার সহ-সভাপতি সাদ্দাম হোসেন সালমান।
এতে আরো উপস্থিত ছিলেন অত্র মাদ্রাসার পরিচালনা পরিষদের সহ সভাপতি ওমর মাদিক, সহ অর্থ সম্পাদক হাফেজ মোহাম্মদ জসিম,সাংগঠনিক সম্পাদক, আবুল বাশার,সাংগঠনিক সম্পাদক
আরিফুল ইসলাম, ছাত্র কল্যাণ সম্পাদক ইলিয়াছ মাহমুদ রুবেল।
বিশেষ মেহমান হিসেবে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন, চট্টগ্রাম জেলা জজকোর্টের পাবলিক প্রোসিকিউটর এডভোকেট কুতুবুদ্দীন সাবেক ইউপি সদস্য রশিদ আহমদ,সাবেক সভাপতি আব্দুল করিম সওদাগর সাবেক সভাপতি গোলাম সুবাহান,সাবেক সভাপতি আহমদ রাসুল,সাবেক সেক্রেটারি হাফেজ আহমেদ,সাবেক সাংগঠনিক হাফেজ গাজী মোঃ সেলিম,সাবেক প্রধান শিক্ষক গিয়াস উদ্দিন, ওমান প্রবাসী মোহাম্মদ মিজান,কাতার প্রবাসী মোহাম্মদ মফিজুর আলম, ওমান প্রবাসী মোঃ শাহাবুদ্দিন।
বিদায়ী শিক্ষার্থীদের দোয়া ও মোনাজাত করেন অত্র মাদ্রাসার সহকারী শিক্ষক মাওলানা সাইফুল ইসলাম।
অনুষ্ঠানে অভিভাবক গণ অত্র মাদ্রাসার ছাত্র ছাত্রী ও এলাকার মান্যগণ্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।