
বাঁশখালী পৌরসভা যুবদলের আহ্বায়ক ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক এর বিরুদ্ধে পুকুর ভরাটের ও জমি দখলের মামলা।
নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রাম বাঁশখালী পৌরসভা যুবদলের আহ্বায়ক তমিজুর রহমান ও বাঁশখালী পৌরসভা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক শহিদুল্লাহ শহিদ এর বিরুদ্ধে জোর পূর্বক জমি দখল ও অবৈধ ভাবে পুকুর ভরাটের অভিযোগ রয়েছে। জানা যায়, গত বছরের ৫ আগষ্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে এই দুইজন পৃথকভাবে জমি দখল ও অবৈধ ভাবে পুকুর ভরাট করে আসতেছে।এরই মধ্যে বাঁশখালী পৌরসভা যুবদলের আহ্বায়ক তমিজুর রহমানের বিরুদ্ধে গতকাল বাঁশখালীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে নিরুপায় হয়ে সমীরণ বড়ুয়া নামে একজন ভুক্তভোগী বাদী হয়ে মামলা করেছে। মামলা নং ১৪ ‘, মামলা সূত্রে জানা যায়, বর্তমানে ক্ষমতার দাপট দেখিয়ে তমিজুর রহমান সীমরন বড়ুয়ার জমি জোর পূর্বক দখল করে নিয়েছে। এবং উক্ত জমিতে আধিপত্য বিস্তার করে ঘিরা বেড়া স্থাপন করে ফেলেছে। একই সাথে অত্র এলাকায় ত্রাস সৃষ্টি করে মানুষের জন মনে হুমকি দেয়ার অভিযোগ রয়েছে। একাই নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় আওয়ামীলীগ এবং যুবলীগ নেতার মাটি কাঁটার ডাম্পার, স্কেবেটর সহ নানা সরঞ্জাম দখলে নেয়ার ও অভিযোগ করেছে এই তমিজুর রহমান এর বিরুদ্ধে।অন্যদিকে বাঁশখালী পৌরসভা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক শহিদুল্লাহ’র বিরুদ্ধে সরকার পতনের পর দিন থেকে সনাতনী ধর্মীয় দের শতবর্ষী “বাহার পুকুর” ভরাট এর ভিডিও ভাইরালও হয়ে গিয়েছে। পরে ঔ সময়ের দায়িত্বরত সেনাবাহিনীর উপস্থিতিতে উক্ত পুকুর ভরাট বন্ধ হয়। অন্য দিকে তিনি মানুষকে জিম্মি করে জমি দখল মানুষকে জিম্মি করে মৌজার মূল্য থেকে কম দামে জমি বিক্রি করতে বাধ্য করার অভিযোগ ও রয়েছে অহরহ। স্থানীয় আওয়ামীলীগ এর সাথে যোগসাজশ করে মানুষের ঘরে ঘরে গিয়ে জমি রেজিষ্ট্রেশন করার ও অভিযোগ রয়েছে। সম্প্রতি সময়ে এই শহিদুল্লাহ জোর পূর্বক দখলকৃত জমির উপর অন্য এক মালিকের পানির লাইনের জন্য সে চাঁদা নিয়েছে ২ লক্ষ টাকা। এগুলো ছাড়াও পুরো পৌরসভায় তার একটা বাহিনী রয়েছে যে বাহিনীর কাজ হচ্ছে শহিদুল্লাহ কথা অনুযায়ী তার পছন্দ মত জমি দখলে নেয়া। একই সাথে এই শহিদুল্লাহ’র একটা অফিস আছে যেখান থেকে সে জাল কাগজ পত্র এবং ওয়ারিশ সনদ নকল করে মানুষকে জমি থেকে উচ্ছেদ করে সর্বস্ব হারানোর ঘটনা ও ঘটেছে। ভুক্তভোগী’র নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন লোক বলেন এই শহিদুল্লাহ যুবদলের নাম দিয়ে থানায় ও এলাকায় ত্রাস সৃষ্টি করে একই তার জায়গা জমি সংক্রান্ত বিষয়ে তার কোন পড়াশোনা নাই আছে শুধু দখল বাণিজ্য। শহিদুল্লাহ`র কে মোবাইলে একাধিকবার কল দিলেও কোনো সাড়াশব্দ পাওয়া যাই নি।এই বিষয়ে অভিযুক্ত বাঁশখালী পৌরসভা যুবদলের আহ্বায়ক তমিজুর রহমান মুঠোফোন বলেন,<span;>আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করা হচ্ছে, বাঁশখালী আদালতে মামলা হয়েছে থানা থেকে থানাতে তদন্ত করার জন্য নির্দেশ দিয়েছে আমরা বসবো। আমি ২০২৩ সালে এই জায়গাটা ক্রয় করছি। এই জায়গা নিয়ে এর আগে কয়েকবার বৈঠক কথা হলো তারা বৈঠকে আসে নাই।<span;>পুকুর ভরাট ও ভূমি দস্যুতার অভিযোগের বিষয়ে অভিযুক্ত বাঁশখালী পৌরসভা সিনিয়র যুগ্ম আহবায়ক শহিদুল্লাহ বলেন,
<span;>দক্ষিণ জেলা যুবদলের সভাপতি শাহ জাহান বলেন,
<span;>সংগঠনের বিরুদ্ধে কোন কাজ করলে তদন্তে করে তাদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নিবে।
<span;>এই বিষয়ে জেলা যুবদলের সাধারণ সম্পাদক
<span;>আজগর হোসাইন বলেন, আমাদের কাছে কারো বিরুদ্ধে কোনো অভিযোগ নাই, অভিযোগে ক্ষেত্রে স্থানে তদন্ত করে আমরা সাংগঠনিকভাবে ব্যবস্থা নিব যদি অভিযুক্ত হয়।<span;>এই বিষয়ে বাঁশখালী থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম বলেন, আদালতে যেহেতু মামলা হয়েছে, উক্ত মামলা থানাকে তদন্ত করার জন্য নির্দেশ দিল বলে আপনার মাধ্যমে জানতে পেরেছি। মামলার বিষয় বস্তুু নিয়ে সুষ্ঠু নিরপেক্ষ তদন্ত পূর্বক আদালতে রিপোর্ট প্রদান করা হবে। এগুলো ছাড়াও ভিন্ন ভিন্ন ভাবে অভিযোগ পাইলে আমরা ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের আইনগত সহয়োগিতায় করবো।আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করা হচ্ছে, বাঁশখালী আদালতে মামলা হয়েছে থানা থেকে থানাতে তদন্ত করার জন্য নির্দেশ দিয়েছে আমরা বসবো। আমি ২০২৩ সালে এই জায়গাটা ক্রয় করছি। এই জায়গা নিয়ে এর আগে কয়েকবার বৈঠক কথা হলো তারা বৈঠকে আসে নাই