
বাঁশখালী পৌরসভা যুবদলের আহ্বায়ক এর বিরুদ্ধে জোর পূর্বক জমি দখলের মামলা।
নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রাম বাঁশখালী পৌরসভা যুবদলের আহ্বায়ক তমিজুর রহমানের বিরুদ্ধে জোর পূর্বক জমি দখলের অভিযোগ বাঁশখালী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটা মামলা করেছে সমীরণ বড়ুয়া নামে এক ভুক্তভোগী। জানা যায়, গত বছরের ৫ আগষ্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে জমি দখল ও আওয়ামীলীগ, যুবলীগ কে দালীয় শৃঙ্খলা ভঙ্গ করে রফাদফা সম্পর্ক রয়েছে এই তমিজুর রহমান এর বিরুদ্ধে।
এরই মধ্যে বাঁশখালী পৌরসভা যুবদলের আহ্বায়ক তমিজুর রহমানের বিরুদ্ধে গত
০২ জানুয়ারি ২০২৫ বাঁশখালীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে নিরুপায় হয়ে সমীরণ বড়ুয়া নামে একজন ভুক্তভোগী বাদী হয়ে মামলা করেছে। মামলা নং ১৪ ‘, মামলা সূত্রে জানা যায়, বর্তমানে ক্ষমতার দাপট দেখিয়ে তমিজুর রহমান সীমরণ বড়ুয়ার জমি জোর পূর্বক দখল করে নিয়েছে। এবং উক্ত জমিতে আধিপত্য বিস্তার করে ঘিরা বেড়া স্থাপন করে ফেলেছে। একই সাথে অত্র এলাকায় ত্রাস সৃষ্টি করে মানুষের জন মনে হুমকি দেয়ার অভিযোগ রয়েছে। একাই নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় আওয়ামীলীগ এবং যুবলীগ নেতার মাটি কাঁটার ডাম্পার, স্কেবেটর সহ নানা সরঞ্জাম দখলে নেয়ার ও অভিযোগ করেছে এই তমিজুর রহমান এর বিরুদ্ধে।
এই বিষয়ে অভিযুক্ত বাঁশখালী পৌরসভা যুবদলের আহ্বায়ক তমিজুর রহমান মুঠোফোন বলেন, আমার বিরুদ্ধে যে মামলা করল আমি জানি না। অন্য দিকে আমার বিরুদ্ধে সব অভিযোগ মিথ্যা বলে এড়িয়ে জান তিনি।
এই বিষয়ে জেলা যুবদলের সাধারণ সম্পাদক
আজগর হোসাইন বলেন, সুনির্দিষ্ট অভিযোগ পেলে আমরা দলীয় সিদ্ধান্ত মোতাবেক ব্যবস্থা গ্রহণ করার আশ্বাস দেন।
দক্ষিণ জেলা যুবদলের সভাপতি শাহ জাহান বলেন, দলের পরিপন্থী কোন কার্যকলাপে লিপ্ত হয়েছে এমন অভিযোগের সত্যতা পেলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার আশ্বাসও দেন তিনি।
এই বিষয়ে বাঁশখালী থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম বলেন, আদালতে যেহেতু মামলা হয়েছে, উক্ত মামলা থানাকে তদন্ত করার জন্য নির্দেশ দিল বলে আপনার মাধ্যমে জানতে পেরেছি। মামলার বিষয় বস্তুু নিয়ে সুষ্ঠু নিরপেক্ষ তদন্ত পূর্বক আদালতে রিপোর্ট প্রদান করা হবে। এগুলো ছাড়াও ভিন্ন ভিন্ন ভাবে অভিযোগ পাইলে আমরা ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের আইনগত সহয়োগিতায় করবো।