শনিবার, এপ্রিল ৫, ২০২৫

বান্দরবানে জেলা প্রশাসনের আয়োজনে পালিত হয়েছে শহিদ বুদ্ধিজীবী দিবস

খাদিজা আক্তার; বান্দরবান

বান্দরবানে জেলা প্রশাসনের আয়োজনে পালিত হয়েছে শহিদ বুদ্ধিজীবী দিবস।

শনিবার (১৪ ডিসেম্বর) সকাল ১০ টায় বান্দরবান বাস স্টেশনে অবস্থিত স্মৃতি ফলকে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদ বুদ্ধিজীবীদের সম্মান জানান জেলা প্রশাসক শাহ্ মোজাহিদ উদ্দিন। এ সময় বান্দরবান জেলা প্রশাসন ও জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

পরে সকাল ১০.৩০ মিনিটে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক শাহ্ মোজাহিদ উদ্দিন।

আলোচনা সভায় মুক্তিযুদ্ধের স্মৃতি চারণ করেন বীর মুক্তিযোদ্ধা জেলা কমান্ডার সম্মানিত ক্যাপ্টেন জনাব আবুল কাশেম বীর প্রতীক এবং বীর মুক্তিযোদ্ধা সম্মানিত ক্যাপ্টেন জনাব তারু মিয়া। একই সাথে আজকের এই দিনে বান্দরবান হানাদারদের হাত হতে মুক্তি লাভ করায় আজকের দিনটি বান্দরবানবাসীর জন্যে আরেকটি গুরুত্বপূর্ণ দিন উল্লেখ করেন বক্তারা। সভাপতির বক্তব্যে জেলাপ্রশাসক বলেন মুক্তিযুদ্ধে পাকিস্থানীরা যখন বুঝতে পারে তাদের পরাজয় নিশ্চিত তখন পরিকল্পিতভাবে জাতিকে মেধাশূন্য করার প্রয়াসে জাতির মেধাবী সন্তানদের হত্যাকরে। সৃষ্টিকর্তার অশেষ রহমতে আজ আমরা পাকিস্তানিদের চাইতে অনেক কিছুতেই এগিয়ে। জাতি ধর্ম দল নির্বিশেষে সকলের একান্ত প্রচেস্টায় বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলার আশা ব্যক্ত করেন।

১৯৭১ সালে শহিদ বুদ্ধিজীবী এবং মুক্তিযুদ্ধে শহিদ মুক্তিযোদ্ধাদের আত্মার মাগফেরাত কামনার মাধ্যমে আলোচনা সমাপ্ত হয়। আলোচনা সভায় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা, সরকারি বেসরকারি দপ্তরের কর্মকর্তা কর্মচারী, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডায়ার সাংবাদিক বৃন্দ।

সর্বাধিক পঠিত