
বান্দরবান প্রতিনিধি- ওসমান গনি
বান্দরবানের জনগণের জীবনমান উন্নয়নে প্রায় ৩৫০ কোটি টাকা ব্যয়ে সুপেয় পানি সরবরাহ ও সমন্বিত বর্জ্য ব্যবস্থাপনার প্রকল্প বাস্তবায়ন শুরু হয়েছে।
বুধবার (১৮ ডিসেম্বর) পার্বত্য জেলা পরিষদের সভাকক্ষে আয়োজিত এক অবহিতকরণ সভায় প্রকল্পের পরিচালক মো. শফিকুল হাসান জানান, ৬ বছর মেয়াদী এই প্রকল্পটি ২০২৩ সালের ডিসেম্বরে শুরু হয়ে ২০২৮ সালের ডিসেম্বরে শেষ হবে। এর আওতায় বান্দরবান ও লামা পৌরসভায় নতুন পানির লাইন স্থাপন, সারফেস ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট নির্মাণ, বর্জ্য শোধানাগার ও পাবলিক টয়লেট তৈরি করা হবে।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের আওতাধীন এই প্রকল্পে পানির সংকট নিরসন ও স্যানিটেশন উন্নয়নের মাধ্যমে টেকসই উন্নয়ন নিশ্চিত করা হবে।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই। এছাড়াও সরকারি কর্মকর্তারা, প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তা ও গণমাধ্যমকর্মীরা সভায় অংশ নেন।