
শাহবাগে সমাবেশে বিনা সুদে ঋণের প্রতিশ্রুতি, মানিকগঞ্জে প্রতারণার শিকার হয়ে বিক্ষোভ
বিনা সুদে ঋণ পাওয়ার লোভ দেখিয়ে মানিকগঞ্জ থেকে শত শত মানুষকে ঢাকার শাহবাগে নিয়ে যান একটি সংগঠনের প্রতিনিধিরা। পরে সমাবেশে গিয়ে প্রতারণার বিষয়টি বুঝতে পেরে ক্ষুব্ধ মানুষ মানিকগঞ্জে ফিরে ওই প্রতিনিধির বাড়ি ঘেরাও করেন।
সোমবার দুপুরে এ ঘটনার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হন। এ সময় পুলিশ দবির হোসেন, তার স্ত্রী চামিলী আক্তার, হাসিনা আক্তারসহ পাঁচজনকে আটক করে।
বিনা সুদে ঋণের প্রলোভন
পুলিশ সূত্র জানায়, ‘অহিংস গণ-অভ্যুত্থান বাংলাদেশ’ নামে একটি সংগঠন মানিকগঞ্জের বিভিন্ন এলাকায় বিনা সুদে এক লাখ টাকা ঋণ দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে মানুষকে প্রলুব্ধ করে। তারা দাবি করে, বিদেশে পাচার হওয়া অর্থ দেশে ফিরিয়ে এনে এই ঋণ দেওয়া হবে।
সোমবার ভোরে জেলার বিভিন্ন স্থান থেকে লোকজন জরিনা কলেজ মোড়ে দবির হোসেনের বাড়ির সামনে জড়ো হন। এরপর ছয়টি বাসে করে তারা শাহবাগের উদ্দেশে রওনা দেন। কিন্তু সমাবেশে গিয়ে কোনো সুবিধা না পেয়ে দুপুরে বাসে করেই মানিকগঞ্জে ফিরে আসেন এবং ক্ষুব্ধ জনতা দবিরের বাড়ি ঘেরাও করেন।
স্থানীয়দের প্রতিক্রিয়া
নাজমা বেগম নামে এক নারী জানান, বিনা সুদে এক লাখ থেকে এক কোটি টাকা ঋণ দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে তাদের কাছ থেকে ২৫০ টাকা করে নেওয়া হয়েছিল। তিনি বলেন, “দবির এলাকার পরিচিত লোক। তার ওপর ভরসা করেই আমরা ছয়টি বাসে করে চার শতাধিক নারী-পুরুষ শাহবাগে গিয়েছিলাম।”
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পদক্ষেপ
এ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে সিঙ্গাইর বাসস্ট্যান্ড থেকে আরও দুইজনকে আটক করা হয়। সিঙ্গাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল ইসলাম জানান, আটককৃতদের জিজ্ঞাসাবাদ চলছে।
সদর থানার পরিদর্শক স্বপন কুমার সরকার বলেন, “ঘটনার তদন্ত চলছে। আটকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
মানিকগঞ্জের সাধারণ মানুষের দাবি, এমন প্রতারণার ঘটনায় সংশ্লিষ্টদের কঠোর শাস্তি দেওয়া হোক।