শনিবার, এপ্রিল ৫, ২০২৫

বিস্ফোরক মামলায় আ.লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের দুই নেতা গ্রেফতার

নিহারেন্দু চক্রবর্তী, নাসিরনগর, ব্রাহ্মণবাড়িয়া:

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ছাত্র-জনতার ওপর হামলার ঘটনার পর বিস্ফোরক আইনে দায়েরকৃত নাশকতার মামলায় স্থানীয় আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের দুই নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

গত শুক্রবার (৮ নভেম্বর) মধ্যরাতে নাসিরনগর উপজেলার কুন্ডা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি জজ মিয়া মেম্বারকে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। একই মামলায় একই সময়ে কুন্ডা ইউনিয়নের নিষিদ্ধ ছাত্রলীগের সভাপতি মো. জাসুক উদ্দিন ভূঁইয়া ওরফে হিটলারকেও তার বাড়ি থেকে গ্রেফতার করা হয়।

নাসিরনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার সূত্রে জানা যায়, চলতি বছরের সেপ্টেম্বরে ব্রাহ্মণবাড়িয়া-১ আসনের সাবেক সংসদ সদস্য এস এ কে একরামুজ্জামান (সুখন), সাবেক সংসদ সদস্য বদরুদ্দোজা মো. ফরহাদ হোসেন সংগ্রাম, সাবেক উপজেলা চেয়ারম্যান রোমা আক্তার, কৃষক লীগের কেন্দ্রীয় অর্থ সম্পাদক মো. নাজির মিয়া, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অসিম পালসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দের বিরুদ্ধে এই মামলা দায়ের করা হয়। মামলায় ১১৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ২০০-৩০০ জনকে আসামি করা হয়।

মামলার বিবরণে জানা যায়, গত ৪ আগস্ট শেখ হাসিনার পতনের এক দফা দাবিতে বিক্ষুব্ধ ছাত্র-জনতার মিছিল উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে জড়ো হয়। এসময় ছাত্র-জনতার সাথে সংঘর্ষের ঘটনাও ঘটে।

শুক্রবার একই সময়ে যৌথ অভিযানে সন্দেহভাজন আসামি হিসেবে জজ মিয়া মেম্বার এবং মো. জাসুক উদ্দিন ভূঁইয়াকে গ্রেফতার করে পুলিশ, এবং পরবর্তীতে তাদের আদালতে প্রেরণ করা হয়।

 

সর্বাধিক পঠিত