
বোয়ালখালি প্রতিনিধি
চট্টগ্রাম বোয়ালখালীতে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি মূল্যে ভোগ্য পণ্য বিক্রির দায়ে তিন দোকানিকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
রবিবার (৯ মার্চ) উপজেলার জোট পুকুর পাড় ও দরফ পাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) কানিজ ফাতেমা।
তিনি বলেন, ধার্যকৃত মূল্যের চেয়ে বেশি মূল্যে ভোগ্য পণ্য বিক্রি করার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর সংশ্লিষ্ট ধারায় মুদির দোকান কবির ব্রাদার্স এর মো. রবিউলকে ২ হাজার টাকা, হাজী ছালেহ স্টোরের মো. শফিকুল ইসলামকে ৩ হাজার টাকা ও মক্কা-মদিনা স্টোরের আহামদুল হক কে ১০ হাজার টাকা মোট ১৫ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া চাউলের আড়ত,সবজির বাজার ঘুরে মূল্য যাচাই করে দেখা হয়েছে।
বাজারে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য সহনশীল রাখতে এবং বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন তিনি।
আদালত পরিচালনায় সহযোগিতা করেন থানা পুলিশ।