শনিবার, এপ্রিল ৫, ২০২৫

ব্রাহ্মণবাড়িয়া আখাউড়ায় স্ত্রীর সাথে অভিমান করে স্বামীর আত্মহত্যা

প্রতিবেদক: মেহেদী হাসান মেহের, বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় স্ত্রীর সাথে অভিমান করে মোহন মিয়া (২৬) নামে এক যুবক আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। বুধবার (৬ নভেম্বর) সকালে পৌর শহরের তারাগন গ্রামের নিজ বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত মোহন মিয়া আখাউড়ার পৌর শহরের তারাগন (মধ্যপাড়া) গ্রামের মোঃ শফিকুল ইসলামের ছেলে।

পারিবারিক সূত্রে জানা যায়, আনুমানিক পাঁচ বছর আগে মোহন মিয়ার সাথে পারিবারিক সম্মতিতে প্রবাসী তাসলিমা আক্তার চাঁদনীর বিয়ে হয়। তাদের একটি সন্তানও রয়েছে। আর্থিক সমস্যার কারণে তাসলিমাকে প্রবাসে যেতে হয়। কিন্তু গত ১৫ দিন ধরে মোবাইল ফোনে স্ত্রীর সাথে বিভিন্ন বিষয় নিয়ে ঝগড়ায় জড়িয়ে পড়েন মোহন মিয়া। প্রচণ্ড মানসিক চাপে ভুগছিলেন তিনি। শেষ পর্যন্ত স্ত্রী তাসলিমার সাথে অভিমানে মঙ্গলবার রাতে নিজ ঘরে ওড়না দিয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন মোহন।

এ বিষয়ে আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আবুল হাসিম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

সর্বাধিক পঠিত